বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট সম্প্রতি তাঁর বোনের ছবি ইনস্টাগ্রামে দিয়ে জানিয়েছেন, অনিদ্রা এবং ডিপ্রেশন থেকে মুক্তি পেলেন শাহিন ভাট। ডিপ্রেশনে আত্মহত্যা করার দিকে পর্যন্ত ঝুঁকেছিলেন তিনি। ক্যাপশনে সে বিষয়ে কিছু লিখে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন 'রাজির' অভিনেত্রী।
প্রথমেই বোনকে বাহবা দিয়েছেন, এবং জানিয়েছেন তাঁর বোন ১২ বছর বয়স থেকে ডিপ্রেশনে ভুগছেন। যা তাঁর জীবনের একটি অন্ধকার অধ্যায়। কিন্তু এখন শাহিন নিজের মনের কথা খোলাখুলি বলেছেন, এবং কোনরকম ভণিতা ছাড়াই। আলিয়া তাঁর বার্তায় উল্লেখ করেছেন মানসিক স্বাস্থ্য সম্বন্ধে সাধারণভাবে সমাজের অজ্ঞতার কথাও।
শাহিন তাঁর নিজস্ব ব্লগেও জানিয়েছেন, "হতাশায় জীবন কাটিয়েছি ১২ বছর বয়স থেকে, এবং একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছি। অবিশ্বাস্য যন্ত্রণাদায়ক জীবন থেকে পালাতে চাইলেও বেরোনোর উপায় ছিল না।"