/indian-express-bangla/media/media_files/2025/10/21/alia-2025-10-21-16-34-01.png)
কে কীভাবে কাটালেন এই উৎসব?
/indian-express-bangla/media/media_files/2025/10/21/d1-2025-10-21-16-34-35.jpg)
আলোর উৎসব মানেই কাছের মানুষদের সমাগম। আর বলিউডে অতিথি আপ্যায়নে যদি কোনও পরিবারের নাম করতেই হয়, তবে তা কাপুর খানদান। আর আলিয়া ভাটের দীপাবলি উদযাপন বরাবরই দেখার মতো। উপস্থিত ছিলেন কাছের মানুষরাও। পরিবার বন্ধুরা সকলেই সামিল ছিলেন তাঁর আলোর উৎসবে।
/indian-express-bangla/media/media_files/2025/10/21/d2-2025-10-21-16-35-01.jpg)
পরনে গোলাপি রঙের পোশাক, ইন্দো ওয়েস্টার্ন স্টাইলে আলিয়া নজর কাড়লেন। তাঁকে বাহুডোরে আগলে রেখেছেন রণবীর নিজেও। সেও আইভরি পোশাকে ধরা দিল।
/indian-express-bangla/media/media_files/2025/10/21/d3-2025-10-21-16-35-28.jpg)
অন্যদিকে, বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী, তিনি শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাঁর দীপাবলি উদযাপনেও দেখা গেল পরিবারের উপস্থিতি। সঙ্গে ছেলে-মেয়ে তো রয়েছেই। ইয়ালিনির হাসি দেখার মতো।
/indian-express-bangla/media/media_files/2025/10/21/d4-2025-10-21-16-35-51.jpg)
রাজের বাহুডোরে শুভশ্রী যেন ঠিক পিঙ্ক পরী। সাজানো গোজানো ঝলমলে পরিবেশে যেন প্রেমে ভাসলেন তাঁরা।
/indian-express-bangla/media/media_files/2025/10/21/d5-2025-10-21-16-37-40.jpg)
আলিয়ার উৎসবে সামিল হলেন তাঁর দিদি শাহিন এবং বন্ধু অয়ন মুখোপাধ্যায় নিজেও। সবে মিলে বেশ জমজমাট তাঁর বাড়ির দীপাবলি উৎসব।
/indian-express-bangla/media/media_files/2025/10/21/565824724_1134105772267208_7549573089635820109_n-2025-10-21-16-38-05.jpg)
অন্যদিকে শুভশ্রী এবারের কালীপুজোয় এলেন বড়মার কাছে। মায়ের সামনে বসে পুজো দিলেন। শুধু তাই নয়, তাঁর ভক্তি ছিল দেখার মতো। এবং সঙ্গে ছিলেন রাজ ও শ্রেয়া পান্ডে।
/indian-express-bangla/media/media_files/2025/10/21/565708064_1134106142267171_3395161872183075118_n-2025-10-21-16-38-21.jpg)
শুভশ্রী ভক্তিভরে পুজো সারলেন। অভিনেত্রীর ভক্তিতে মন মজেছে নেটপাড়ার।