পুরস্কারের মঞ্চে কত কিছুই না হয়! এর আগেও কঙ্গনা রানাউত ( Kangana Ranaut ) বলেছিলেন, জাতীয় পুরস্কার ছাড়া আর কোনও অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি বিশ্বাস করেন না। এবার বিক্রান্ত মাসের ( Vikrant Massey ) সঙ্গে না হল।
Advertisment
Award অনুষ্ঠান মানেই বড় তারকাদের নিয়ে বাড়াবাড়ি, একথা শোনা গিয়েছিল তাপসী পান্নু ( Tapsee Pannu ) এবং ম্রোনাল ঠাকুরের ( Mrunal Thakur ) মুখেই। আর, এবার আলিয়া এবং রণবীরকে প্রাধান্য দিতে গিয়ে টুয়েলফ্যথ ফেইল ( 12Th fail ) অভিনেতা বিক্রান্ত পড়ে রইলেন পেছনে? তাঁর ছবির থেকেও বেশি প্রাধান্য পেল রণবীর কাপুর ( Ranbir Kapoor ) এবং অ্যানিম্যাল! রেগে আগুন সিনে অনুরাগীরা।
ব্ল্যাক লেডি পাওয়া অনেকের স্বপ্ন থাকে। আর এবছরের সেরা সিনেমা হিসেবে জায়গা করে নিয়েছে বিধু বিনোদ চোপড়ার এই ছবি। 'টুয়েলফ্যথ ফেইল' বেশ কটি পুরস্কার জিতেছে। এবং তাঁর সঙ্গেই বিক্রান্ত পেয়েছেন শ্রেষ্ঠ অভিনেতা ক্রিটিক! আর এখানেই বেশি লোকের আপত্তি। তাঁর একটাই কারণ, যেখানে অভিনেতার শ্রেষ্ঠ অভিনেতার খেতাব পাওয়া উচিত ছিল, সেখানে তাঁর সঙ্গে এমন অবিবেচনা?
সেই জায়গায় 'অ্যানিম্যাল' ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পেলেন রণবীর। আর এতেই ক্ষেপে গিয়েছেন বাকিরা। বলিউডে স্বজনপোষণ নেহাতই কম নয়। আর এই পুরস্কারের মঞ্চেও নাকি সেই একই বিষয়। এখানেই শেষ না। আলিয়া ( Alia Bhatt ) বসে রয়েছেন একদম সামনের সিটে। আর সেখানে বিক্রান্ত যেখানে মানুষের বুকে ঝড় তুলেছেন এই ছবি দিয়ে তাঁকে কিনা দেখা যাচ্ছে পেছনের সারিতে।
বেশিরভাগ অনুরাগীদের একটাই বক্তব্য, যে মানুষটার সবথেকে আগে বসা উচিত ছিল, তাঁকে আলিয়ার পেছনে বসিয়েছেন কেন? রকি আউর রানী নিশ্চই টুয়েলফ্যথ ফেইল এর থেকে ভাল ছবি না? আবার কারওর কথায়, এভাবেই প্রতিভাদের দাবিয়ে দেওয়া হয় বলিউডে। আবার কেউ বললেন বলিউডের দাবীদার নায়ক হ্যাটা হচ্ছেন পেছনে বসে।