New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/11/diwali1.jpg)
দিওয়ালীতে একসঙ্গেই দেখা গেল দুজনকে
এক ঢিলে দুই পাখি মারলেন রণবীর কাপুরের প্রেমিকা।
দিওয়ালীতে একসঙ্গেই দেখা গেল দুজনকে
বিটাউনে মাঝে মধ্যেই গুঞ্জন উঠছে রণবীর আলিয়ার বিয়ে প্রসঙ্গে। আর বারবার তাতে জল ঢেলে দিচ্ছেন তারা নিজেরাই। তাই বলে দুজনে একসঙ্গে সময় কাটাচ্ছেন না এটি কিন্তু একেবারেই নয়। বরং সুযোগ পেলেই প্রেমিক যুগলে নানান জায়গায় হাজির হয়ে যাচ্ছেন। তাতে জল্পনার রেশ আরও বাড়ছে।
বছর তিনেক হল তারা চুটিয়ে প্রেম করছেন, কারওর অজানা নয়। কাল দীপাবলি উপলক্ষেই প্রাশিয়ান নীল রঙা সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা লেহেঙ্গা চোলি পরেই অভিনেত্রী আলিয়া ভাট উপস্থিত ছিলেন কালীপুজোর মণ্ডপে। সঙ্গে অবশ্যই ছিলেন রণবীর কাপুর। প্যান্ডেলে ঢোকার মুখেই তাড়াহুড়োতে এগিয়ে যান আলিয়া। ওমনি পাপারাজ্জিদের দাবি, রণবীরের সঙ্গে হাঁটুন না! মিষ্টি স্বভাবের আলিয়া মাঝে মাঝে উত্তর দিতে একেবারেই ছাড়েন না। ওমনি বলে বসেন, শুধু রণবীরের সঙ্গেই তো হাঁটছি আমি!
একথা একেবারেই পরিষ্কার, এক ঢিলে দুই পাখি তিনি বধ করেছেন। উত্তর দেওয়াও হল সঙ্গে ভালবাসার মানুষটির পক্ষে তার অধিকার ফলানোও হল। এমনিতেও ইনস্টাগ্রামে অনুরাগীদের উদ্দেশ্যে দুজনের ছবি আলিয়া আগেই শেয়ার করেন, শুভেচ্ছাবার্তা ও জানান। যদিও বিয়ে নিয়ে এখনও মুখ খোলেননি দুজনের কেউই। তারপরেও সামনের বছর সানাই বাজল বলে আশা করা যায়!
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন