scorecardresearch

‘তুমিই আমার আলো’, ইতালিতে বেবিমুনে প্রেমের জোয়ারে ভাসছেন রণবীর-আলিয়া

বেবিমুনে প্রেমের আমেজে রালিয়া

alia captured ranbir video in deva deva song their italy babymoon
ইতালিতে রালিয়া

বেবিমুনে ইতালি পৌঁছেছেন আলিয়া-রণবীর ( Ranbir- Alia )। সেখানে গিয়েই নানান মিষ্টি মুহুর্তের ছবি শেয়ার করছেন অভিনেত্রী। এর আগের দিনও ইতালির নস্টালজিক পরিবেশে ছবি তুলে পোস্ট করার পরেই তাতে অঢেল ভালবাসা পেয়েছিলেন তিনি। আর এবার রণবীরের ভিডিও দেখেই উচ্ছ্বসিত নেটপাড়া।

বেবিমুন উপলক্ষে দারুণ সময় কাটাচ্ছেন তারকা দম্পতি। নীল আকাশের নীচে নীল শার্ট পড়ে রণবীর। পছন্দের গান দেভা দেভায় নাচলেন অভিনেতা। ইতালির আকাশে তখন শুধুই প্রেম আর ভালবাসা। মুহূর্ত ফ্রেম বন্দী করলেন আলিয়া নিজে। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করে লিখলেন – তুমি আমার জীবনের আলো।

রণবীরের মিষ্টি এক্সপ্রেশন মন কেড়েছে দর্শকদের। অভিনেতাকে এত প্রাণোচ্ছল দেখেই আপ্লুত তার অনুরাগীরাও। ভালবাসা জানালেন বলিউডের অন্যান্য তারকারাও। এদিকে ইতালি গিয়ে আলিয়া ছবি পোস্ট করতেই তাতে সোনম জানিয়েছিলেন, এই একই জায়গায় তিনিও গেছিলেন বেবিমুনের উদ্দেশ্যে। এর থেকে সুন্দর জায়গা আর কিছুই হয় না।

সামনেই রিলিজ ব্রহ্মাস্ত্রর। এই প্রথম একসঙ্গে দুজনে আসতে চলেছেন রুপোলি পর্দায়। আপাতত প্রমোশনের সঙ্গেই ইতালিতে ছুটি কাটাতে ব্যস্ত আলিয়া রণবীর।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Alia captured ranbir video in deva deva song their italy babymoon