scorecardresearch

মন কষাকষি নাকি অন্য রহস্য? সোশ্যাল মিডিয়া থেকে রণবীর-রাহার ছবি ডিলিট আলিয়ার!

হঠাৎ কী এমন ঘটল? যে এই কাণ্ড করলেন আলিয়া?

alia bhatt, alia bhatt news, alia ranbir, alia ranbir daughter raha, alia ranbir update, alia ranbir bollywood news
আলিয়া-রণবীর

মেয়েকে নিয়ে সুখের সংসার রণবীর-আলিয়ার। তাঁরা সবসময়ই সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। শুধু তাই না, রণবীরের সঙ্গে মাঝেমধ্যেই ছবিও পোস্ট করেন তিনি। কিন্তু হঠাৎ করেই নাকি মেয়ের সঙ্গে একটি ছবি ডিলিট করেছেন তিনি!

মেয়েকে সকলের সামনে আনতে এখনও নারাজ দুজনেই। সে যে এখনও ছোট। পাপারাজ্জিদেরকে যদিও বা মেয়ের সঙ্গে পরিচয় করিয়েছেন তাঁরা। কিন্তু এত সুখের সংসারেও মেয়ের সঙ্গে তোলা ছবি মুহূর্তের মধ্যেই ডিলিট করলেন আলিয়া! এই ঘটনাও নজর এরায়নি বাকিদের। কিন্তু কী এমন ছিল এই ছবিতে?

প্রকৃতির সামনে একটি স্ট্রোলারে বসে রয়েছে রাহা, যদিও তার মুখ দেখা যাচ্ছে না। তবে, পাশে বসে রয়েছেন বাবা রণবীর। ছবিটি পেছন থেকে তুলেছেন আলিয়া। রণবীরের মুখে আনন্দের রেশ। অজান্তেই ছবি তুলেছিলেন তিনি? সে কারণেই ডিলিট করলেন এই ছবি? তবে দর্শকদের মন্তব্য কিন্তু সাংঘাতিক।

কেউ বললেন, ইন্টারনেটে এই ছবি সবসময় থাকবে। আবার কেউ বললেন, এত সুন্দর ছবিটা কেন ডিলিট করলেন আলিয়া সেই নিয়েও দ্বন্দ রয়েছে। না দেখা যাচ্ছে মেয়ের মুখ, না দেখা যাচ্ছে বিতর্কিত কিছু, তবে কেন? প্রশ্ন এখন একটাই!

গতবছর নভেম্বরে মেয়ে রাহাকে স্বাগত জানিয়েছেন দুজনে। তারপর থেকেই ছোট্ট রাহাকে নিয়ে চর্চার শেষ নেই। তাকে কার মত দেখতে, কিংবা কতটা বড় হলেন তিনি, এধরনের প্রশ্নই সোশ্যাল মিডিয়ায়।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Alia deleted a picture of ranbir and raha from social media