ঝগড়াঝাটি চুলোয় যাক, একসঙ্গে একই জায়গায় খোশমেজাজে আলিয়া-ক্যাটরিনা! : Alia Katrina at Zoya akhter house, fans reaction on actresses | Indian Express Bangla

ঝগড়াঝাটি চুলোয় যাক, একসঙ্গে একই জায়গায় খোশমেজাজে আলিয়া-ক্যাটরিনা!

বচসা ভুলে আবারও একজোট দুই পুরনো বন্ধু?

alia bhatt, katrina kaif, alia katrina, ranbir kapoor
আলিয়া-ক্যাটরিনা

একই ছাদের নিচে আলিয়া ক্যাটরিনা? ক্যাট ফাইট হল না তো? দুজনকে একসঙ্গে দেখতেই গিজগিজ ফিসফিস নেটপাড়ায়! হঠাৎ কেনই বা জোটবেধে হাজির হলেন তারা?

রণবীর কাপুরের প্রাক্তন এবং বর্তমান একসঙ্গে! দুজনের দেখা হতেই আলোচনা বলিপাড়ায়। মাঝেমধ্যে নানান অ্যাওয়ার্ড শো অথবা পার্টিতে দুজনকে একসঙ্গে দেখা গেলেও এরকমভাবে একজনের বাড়িতে একসঙ্গে পৌঁছলেন ক্যাটরিনা এবং আলিয়া, ভাবনার অতীত। কী কথা হল দুজনের মধ্যে? জানা যাচ্ছে, পরিচালক যোয়া আখতারের বাড়িতেই গিয়েছিলেন দুজনে। আলিয়ার পরনে কালো পোশাক, আর ক্যাটরিনা পড়েছিলেন সাদা টপ এবং ব্লু ডেনিম। 

একসময়ের দুই প্রিয় বন্ধুর মধ্যে বিদ্বেষ জমতে শুরু করে রণবীরের জন্যই। ক্যাটরিনার সঙ্গে বিচ্ছেদ, তারপর? আলিয়ার সঙ্গে প্রেম শুরু করে দেন তিনি। তারপরেই আলিয়া ক্যাটের মধ্যে ঠান্ডা লড়াই শুরু হয়ে যায়। তবে, সমস্ত বচসা ভুলে এখন দুজনেই সংসার পেতেছেন। একদিকে, আলিয়া রণবীরের সংসার, অন্যদিকে ভিকি ব্যস্ত ক্যাটরিনাকে নিয়ে। তাহলে হঠাৎ আবার একসঙ্গে? ফারহান এবং জোয়ার ছবিতে একসঙ্গে দেখা যেতে চলেছে এই বলিউড অভিনেত্রীদের। জী লে যারা ছবির ঘোষণা হলেও কাজ খুব একটা এগোয় নি। বরং এরইমধ্যে, প্রিয়াঙ্কার মাতৃত্ব এবং আলিয়া-ক্যাটরিনার বিয়ে করেছেন। সেই নিয়েও তাঁরা ব্যস্ত ছিলেন। তাই হয়তো, এই ছবি নিয়েই কথাবার্তা বলতেই হাজির হয়েছিলেন জোয়ার বাড়িতে।

কিন্তু, খুদে রাহাকে নিয়ে কিছু জানতে চাইলেন ক্যাটরিনা? সেই নিজেও দর্শকদের নানান প্রশ্ন। যদিও, কাজের সুবাদে ভিকির সঙ্গে আলিয়ার সম্পর্ক বেজায় দারুণ, আবার রণবীর এবং ভিকিও নিজেদের খুব কাছের বন্ধু মনে করেন। তবে, আলিয়া এবং ক্যাটরিনাকে একসঙ্গে দেখতে খুবই আগ্রহী সকলে। শুধু তাই নয়, এই ছবিতে প্রিয়াঙ্কাকে দেখা যাবে তাঁদের সঙ্গেই। বলিউডে কামব্যাক করবেন দেশী গার্ল, অপেক্ষায় অনুরাগীরা।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Alia katrina at zoya akhter house fans reaction on actresses

Next Story
‘নয়তো যৌনতা বিক্রি হয় নয়তো শাহরুখ…’, নিজের মন্তব্যে আজও অটল নেহা ধুপিয়া?