/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/06/alia.jpg)
আলিয়া-ক্যাটরিনা
একসঙ্গে ক্যাটরিনা - আলিয়া! এও সম্ভব? রণবীরের দুই প্রাক্তন, তাও আবার প্রকাশ্যে গল্প করছেন একে অপরের সঙ্গে। দৃশ্য দেখেই অবাক নেটপাড়া।
একসময় তারা বেশ ভাল বন্ধু ছিলেন। জিম থেকে আউটিং একসঙ্গেই করতেন ক্যাটরিনা আলিয়া। কিন্তু মাঝখানে এসে পড়েন রণবীর। আলিয়ার সঙ্গে রণবীরের সম্পর্ক দানা বাঁধতে শুরু করার পরই ক্যাটরিনার সঙ্গে বন্ধুত্বে ছেদ পড়তে থাকে অভিনেত্রীর। কিছুটা দূরত্ব রেখেই চলতেন ক্যাট। তবে, সেকথা আজ অতীত। এখন প্রত্যেকেই নিজের জীবনে সুখী। বলা উচিত, ভিকির সঙ্গে বিয়ে হওয়ার পর থেকেই ক্যাটরিনা এবং আলিয়ার সম্পর্ক অনেকটা ঠিক হয়েছে।
গতকাল, মুম্বই বিমানবন্দরে একসঙ্গে দেখা গেল তিনজনকে। আলিয়া প্রথমে একাই ভিআইপি লাউঞ্জে বসে ফোন ঘাঁটছিলেন। তবে পরে তাঁকে সঙ্গ দেন ক্যাটরিনা এবং ভিকি। তাঁদের দেখে উঠেও যান আলিয়া। একসঙ্গে তিনজনে বসে মন দিয়ে গল্প করছেন। সেই দৃশ্যই ক্যামেরাবন্দী করেছেন এক ভক্ত। তিনজনে বসে কি গসিপ করছেন? কাকে নিয়ে? টপিক কি তবে রণবীর কাপুর? এই নিয়েই উঠছে চর্চা।
আরও পড়ুন < কৃষ্ণের চরিত্র পাওয়া ছিল ‘বিধিলিখিত’, মহাভারতের ‘প্রভু’ নীতিশ ভরদ্বাজের কথা শুনলে চমকে যাবেন >
তবে, দুই অভিনেত্রীর মধ্যে যেভাবে আগ্রহ নিয়ে বসে রয়েছেন ভিকি, দেখেই অবাক সকলে। মেয়েদের আলোচনায় বসে কী এমন শুনছেন তিনি। চিটচ্যাট এর সঙ্গে সঙ্গে খানাপিনা চলল। আলিয়ার যাওয়ার কথা ব্রাজিল, অন্যদিকে ভিকি ক্যাটরিনা গিয়েছেন অন্যত্র। তবে দুই অভিনেত্রীকে দেখে সকলের প্রশ্ন করছেন, আলিয়া কি রণবীরের নামে ভুলভাল বলছেন?