টপ টপ করে জল পড়ছে চোখ দিয়ে, আলিয়ার গোপন কথা শুনে আঁতকে ওঠেন রণবীর! 

কেঁদে ভাসালেন রণবীর, অবাক আলিয়া

কেঁদে ভাসালেন রণবীর, অবাক আলিয়া

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Alia Ranbir : alia shared her engagement pictures with ranveer, and he started crying

আলিয়া-রণবীর

আলিয়া ভাট এবং রণবীর কাপুর, বিয়ের পর পরই প্রথম সন্তান। রাহা আসার পর থেকেই তাদের জীবনে অনেকটা বদলেছে। কিন্তু শুরুর সময়ে এমন কান্ড ঘটেছিল, যে এসব কথা মনে করে নিজেই অবাক হয়ে যান আলিয়া। অর্থাৎ?

Advertisment

আলিয়া এবং রণবীর দুজনের প্রেম সকলের কাছেই জানা। জঙ্গলের বুকে হাঁটু মুড়ে বসে রণবীর বিয়ের প্রস্তাব দিয়েছিলেন আলিয়াকে। হীরের আংটি দিয়ে প্রপোজ করেছিলেন। আর এই ঘটনা একমাত্র জানতেন তারা দুজন বাদে আরেকজন। তিনি কে? যাকে আলিয়া দেখিয়ে ফেলেছিলেন সবকিছু?

তখন, সবে ট্রিপ সেরে ফিরেছেন তারা। আর আলিয়া ব্যস্ত ছিলেন নতুন ছবি নিয়ে। তখন থেকেই করণের রকি আউর রানী ছবির প্রস্তুতি ছিল তুঙ্গে। কিন্তু, আলিয়ার মন ছিল অশান্ত। অভিনেত্রী কাউকে না পেয়ে, শুটিং ফ্লোরের একজনের কাছেই সমস্ত ছবি দেখিয়ে ফেলেছিলেন। তিনি আর কেউ না, বরং..

Advertisment

রণবীর সিং। তখন তাদের মধ্যে আলাদাই বন্ধুত্ব। আলিয়া রণবীরকে তাঁর ট্রিপের সমস্ত ছবি দেখিয়েছিলেন। এমনকি রণবীর যেভাবে তাঁকে প্রপোজ করেছিলেন সেই ছবিও দেখিয়ে ফেলেছিলেন। আর এই ছবি দেখে রণবীর যা করেছিলেন, অবাক হয়ে গিয়েছিলেন আলিয়া। অভিনেত্রী বলেন, "আমরা ধিন্ডোরা গানের প্রাকটিস করছিলাম। তো, রণবীরকে বললাম, আমি কিছু দেখাতে চাই তোমায়। ও খুব আগ্রহের সঙ্গে বলল সেটা কী? আমি যেই ছবি দেখালাম রণবীর কাঁদতে শুরু করল।"

কফি উইথ করণের শোয়ে এসেই তিনি একথা বলেছিলেন। আলিয়া বলেন, ও আঁতকে উঠেছিল আমার ছবি দেখে। কিছু বলছিল না, শুধু চোখে জল নিয়ে তাকিয়ে সব আমার দিকে।

bollywood tollywood Ranveer Singh alia bhatt Entertainment News