Ayan Mukerji's father Deb Mukerjee's funeral: পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের বাবা অভিনেতা দেব মুখোপাধ্যায় মারা গিয়েছেন। এর পরেই অয়নের বন্ধু-অভিনেতা দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাটকে তার বাড়িতে দেখা যায়। আলিয়া এবং রণবীর তার জন্মদিন উদযাপন করতে আলিবাগে ছিলেন। অয়নের বাবার মৃত্যুর খবর পেয়ে..
আলিবাগ থেকে জেটি হয়ে মুম্বই ফিরছিলেন রণবীর, আলিয়া ও তাঁদের মেয়ে রাহা। একটি পাপারাজ্জো অ্যাকাউন্টে শেয়ার করা ভিডিওতে দেখা যায়, রাহাকে আলিয়ার সঙ্গে একটি গাড়িতে তুলে দিচ্ছেন রণবীর। পরে অয়ন মুখোপাধ্যায়ের বাড়িতে হাজির হতে দেখা যায় তাঁকে। কিছুক্ষণ পর আলিয়াও এলেন।
১৫ মার্চ আলিয়ার ৩২ তম জন্মদিন উদযাপন করতে আলিয়া এবং রণবীর আলিবাগের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। তবে দেখে মনে হচ্ছে তারা অয়নের পাশে থাকার জন্য উদযাপনটি স্থগিত করেছে। আলিয়া এবং রণবীর একটি সংক্ষিপ্ত প্রাক-জন্মদিন উদযাপনে একদিন আগে মিডিয়ার সাথে দেখা করেছিলেন। গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে জেটি দিয়ে তাদের আলিবাগের উদ্দেশ্যে রওনা হতেও দেখা গিয়েছিল।
আলিয়া ভাট এবং রণবীর কাপুর অয়ন মুখার্জির ব্রহ্মাস্ত্র ছবির অংশ। অন্যদিকে রণবীর পরিচালকের সাথে ওয়েক আপ সিড এবং ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানিতেও কাজ করেছেন। অভিনেতা দেব মুখোপাধ্যায়ের বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি বেশ কয়েক মাস ধরেই অসুস্থ ছিলেন বলে জানা গিয়েছে।