Advertisment
Presenting Partner
Desktop GIF

চারমাসের রাহারও রয়েছে প্রেমিক! 'মা' আলিয়া জানেন তো?

খুদে রাহাকে ভালবাসেন অনেকেই, কিন্তু বিশেষ এই প্রেমিকটি আসলে কে?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
alia bhatt, alia ranbir, ranbir kapoor

রাহার প্রেমিকটি আসলে কে?

বয়স হাতে গুনে চারমাস। এরই মধ্যে এক প্রেমিকও পেয়ে গেল আলিয়া কন্যা রাহা। তাঁকে একবার দেখার ইচ্ছে সকলেরই রয়েছে। কিন্তু, এটুকু বয়সেই পুঁচকে রাহার প্রেমিক! শুনতে অবাক লাগলেও সত্যি।

Advertisment

মেয়ের প্রেমিক রয়েছে, সেকথা মা বাবা জানেন তো?   যদিও, কাপুর এবং ভাট পরিবারের সকলের নয়নের মণি সে। তবে তাঁর এই প্রেমিকের কথা কিন্তু সকলেই জানেন। স্টেজে তখন দাঁড়িয়ে সেই প্রেমিক। রাহাকে নিয়ে নানান কথা বলতে ব্যস্ত সে। সকলের সামনে দাঁড়িয়েই স্বীকার করলেন মিনি আলিয়াকে বেজায় ভালবাসেন তিনি। আর রাহাই তাঁর এবারের ভ্যালেন্টাইন।

প্রসঙ্গে, রণবীর কাপুর। আজ্ঞে, রাহার এই প্রেমিক তাঁর বাবাই। স্টেজে তখন তিনি ব্যস্ত নতুন ছবি তু ঝুটি ম্যায় মক্কার ছবির প্রমোশনে। তাঁর মধ্যেই ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে স্ত্রী আলিয়া এবং মেয়ে রাহাকে নিয়ে আবেগপ্রবণ রণবীর। বললেন, "ভালবাসার দিনে সকলকে অনেক ভালবাসা তবে আমার জীবনের দুই মিষ্টি নারীকেও আজকের দিনে অনেকটা আদর। আমার মেয়েকে খুব মিস করছি আজ। ও এখন আমার ভ্যালেন্টাইন"। এখন আলিয়ার থেকেও রণবীরের বেশি প্রিয় মেয়ে রাহা।

বাবার ছোট্ট ডার্লিং রাহাকে নাকি দেখতেও একদম তারই মত। মেয়েকে নিয়ে ভীষণ সতর্ক রণবীর। সময় এলেই সকলের সামনে নিয়ে আসবেন একথাও জানিয়েছিলেন। এখন বেশিরভাগ সময়টাই রাহার সঙ্গে কাটান রণবীর। তবে, শুটিংয়ের ব্যস্ততা তো রয়েছেই। 'Animal ড্রামা' ছবিতেও তাঁকে দেখা যেতে চলেছে। উল্লেখ্য, গতবছর শুরুর দিকে গাঁটছড়া বাঁধেন রণবীর আলিয়া, এবং নভেম্বরেই সন্তানের অভিভাবক হয়েছেন দুজনে। এখন বিরাট ব্যস্ত শুটিংয়ে।

bollywood alia bhatt ranbir kapoor Entertainment News
Advertisment