Advertisment
Presenting Partner
Desktop GIF

আলিয়া ভাটের সঙ্গে সম্পর্ক নিয়ে আবার ইঙ্গিত রণবীর কাপুরের

এর আগে আলিয়া ভাট প্রকাশ্যে জানিয়েছেন, রণবীর কাপুর তাঁর ছোটবেলার ক্রাশ। ব্রহ্মাস্ত্র ছবিতে রণবীরের সঙ্গে কাজ করতে পারাটা যেন স্বপ্নপূরণের মত, বলেছেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
alia-ranbir-

আলিয়া ভাট এবং রণবীর কাপুর

এর আগে আলিয়া প্রকাশ্যে জানিয়েছেন, রণবীর তাঁর ছোটবেলার ক্রাশ

Advertisment

বেশ কিছুদিন ধরেই বি-টাউনে কানাঘুষো চলছে রণবীর-আলিয়ার সম্পর্ক নিয়ে। গুজব, তাঁরা নাকি ডেট করছেন। তবে এখন পর্যন্ত এই রটনাকে দুজনের কেউই মেনে নেননি। দুঃখ পাওয়ার কোনও কারণ নেই মেনে না নিলেও, কারণ সম্পর্কের কথা অস্বীকারও করেননি তাঁরা। বরং তাঁদের নীরবতা অনেকটা এই জল্পনাকে ইন্ধন দেওয়া হচ্ছে বলেই মনে করছেন অনেকে। এর আগে আলিয়া প্রকাশ্যে জানিয়েছেন, রণবীর তাঁর ছোটবেলার ক্রাশ। ব্রহ্মাস্ত্র ছবিতে রণবীরের সঙ্গে কাজ করতে পারাটা যেন স্বপ্নপূরণের মত, বলেছেন তিনি। আবার রণবীরও স্বীকার করেছেন আলিয়ার প্রতি তাঁর দুবর্লতার কথা।

পিঙ্কভিলার রিপোর্ট অনুযায়ী, 'হাইওয়ে' অভিনেত্রীর সঙ্গে রণবীরের সম্পর্কের কথা জানতে চাওয়া হলে রণবীর বলেন, বিষয়টি এতই নতুন যে এ নিয়ে এখনই কথা বলতে চাননা। আর রণবীরের এই বক্তব্য নিয়েই জলঘোলা হচ্ছে বি-টাউনে।

প্রসঙ্গত, অয়ন মুখোপাধ্যায়ের ব্রহ্মাস্ত্র-র শুটিং শুরু হওয়ার পর থেকেই জল্পনা রণবীর-আলিয়ার সম্পর্ক নিয়ে। স্বভাবতই দর্শক মুখিয়ে রয়েছেন তাঁদের কেমিষ্ট্রির হাল হকিকত জানতে। এর আগে বিগ-বির ৭৫তম জন্মদিনে ব্রহ্মাস্ত্র-র কথা ঘোষণা করেছিলেন করণ জোহার। সম্ভবত আগামি বছর ১৫ অগাস্ট মুক্তি পাবে ছবিটি।

Advertisment