/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/07/yash-chopra.jpg)
করণ-কে তোপ
আলিয়া এবং রণবীরকে নিয়ে শোরগোল তুঙ্গে। তাদের নতুন গান তুম ক্যা মিলে নিয়েই উত্তেজনা। পাহাড়ের বুকে গান - নাচে কামাল করেছেন দুজনে। কিন্তু একি! এরপরেও ট্রোলের শিকার তাঁরা।
করণ জোহর অনেকদিন পর ফিরছেন পরিচালনায়। ২৫ বছর পূর্ণ করেছেন পরিচালক হিসেবে। আলিয়া রণবীরকে নিয়েই ফিরেছেন তিনি। পাহাড়ে শুটিং করলেন বটে তবে খোরাকের শিকার হলেন। কিন্তু কেন? পরনে হালকা শিফনের নানা রঙের শাড়ি, ঠিক যেন ৮০ এর দশকের গান। কিন্তু এতসবের মাঝেই আলিয়া এবং রণবীরকে দেখে অনুরাগীদের বক্তব্য, একদম 'বীর-জারার' কপি ক্যাট।
তখন সদ্য মেয়ের মা হয়েছে আলিয়ার। রাহাকে বাড়িতে রেখেই আলিয়া দৌড়ে গিয়েছিলেন সেদিন শুটিং করতে। মাতৃত্বের গ্লো ফুটে উঠছে। করণের ছবি মানেই তাতে প্রেমের গান। আর তাঁর সঙ্গে অসাধারণ সব লোকেশন। কিন্তু, বেশিরভাগই দাবি করেছেন এই গানের সঙ্গে যশ চোপড়ার ছবির প্রচুর মিল। কিংবদন্তি পরিচালককে কপি করেই বানিয়েছেন এই গান। 'বীর-জারা' ছবির 'ইয়ে হম আগায়ে কাহান' গানের নকল দৃশ্যায়ন। যশ চোপড়ার থেকে অনুপ্রাণিত হয়েই করণ এই গানটি বানিয়েছেন।
প্রীতম সুর দিয়েছেন এই ছবিতে। কিন্তু, সবকিছুর পরও দর্শকদের একটাই কথা, শাহরুখ এবং যশ চোপড়ার থেকেই অনুপ্রেরণা পেয়েছেন সকলে। এদিকে, মেয়েকে ছেড়ে আলিয়া প্রথমবারের মত গিয়েছিলেন শুটিং করতে। আলিয়ার কথায়, একেই চার মাস পর এহেন পরিস্থিতি। মেয়েকে বাড়িতে একা রেখে গিয়েছিলাম। কিন্তু, যখন দেখলাম যে ভাল এসেছে পুরো গানের শট ডিভিশন তখন একটু স্বস্তি এল।