Advertisment

'বাবার মত মিথ্যেবাদী না হলেই...', মেয়েকে নিয়ে নতুন ইচ্ছের কথা জানালেন আলিয়া

মেয়েকে কীভাবে দেখতে চান আলিয়া?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
alia bhatt, alia bhatt daughter raha, alia ranbir, alia new movies, alia daughter, alia bhatt with ranveer singh, আলিয়া ভাট, আলিয়ার মেয়ে রাহা, আলিয়া-রণবীর, trending news, trending news today, trending news update, viral story, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর, ie entertainment news, entertainment update, Indian express entertainment news

আলিয়ার স্বপ্ন

রণবীর আলিয়ার মেয়ে রাহাকে দেখতে মুখিয়ে রয়েছেন অনুরাগীরা। তাঁকে দেখতে কার মত হয়েছে, এই নিয়েও চর্চার শেষ নেই। তবে, এসবের মাঝেই মেয়েকে নিয়ে বিরাট প্ল্যানিং সেরে ফেলেছেন আলিয়া।

Advertisment

মেয়ের একবছর হতে আর বাকি নেই। জন্মানোর আগে বাবা রণবীর প্ল্যানিং করেছিলেন, তাঁকে নিয়ে মাসাইমারা যাবেন ঘুরতে। কিন্তু, আলিয়ার প্ল্যানিং কিছু অন্য কথাই বলছে। সম্প্রতি, রকি আউর রানী ছবির প্রচারে গিয়ে তিনি জানালেন, মেয়েকে কীভাবে দেখতে চান তিনি। তথাকথিত ফিল্মি পরিবারের মেয়ে হয়েও আলিয়া চান না মেয়ে অভিনেত্রী হোক।

আরও পড়ুন < মাতৃহারা দুই শিশু, রিক্সাচালকের সন্তানদের কাছে ‘মসিহা’ হয়ে উঠলেন নায়িকা-নক্ষত্র পরীমণি >

বাবা মা দুজনেই অভিনেতা এবং বলাই বাহুল্য বলিউডের বিগ শট। শুধু যে বাবা মা এমন নয়, দুই পরিবারের সকলেই ফিল্মি দুনিয়ার নক্ষএ। কাপুর পরিবারের মেয়ে হয়েও তিনি অভিনয় করবেন না? আলিয়া মেয়েকে কীভাবে দেখতে চান? বললেন, আমি জানি না ভবিষৎ কী বলবে কিন্তু আমি আমার মেয়ের দিকে তাকিয়ে ভাবি যে, তুই তো বিজ্ঞানীই হবি। একথা শুনেই উপস্থিত সকলে বেশ চমকে উঠলেন।

আবার কেউ কেউ, বেশ প্রশংসা করলেন আলিয়ার কথায়। তাঁরা বলছেন, আলিয়া নিজেও জানেন মেয়ের অসুবিধা হবে। আবার কেউ বলছেন, মা হয়ে জানেন ইন্ডাস্ট্রিতে কী চলে? আবার কেউ বললেন, আর যাই হোক বাবার মত মিথ্যেবাদী না হলেই হল।

bollywood alia bhatt Entertainment News
Advertisment