Alivia Sarkar: প্রেমদিবসে নতুন প্রেমে সিলমোহর, বিচ্ছেদের পর ফের ভালবাসার ছোঁয়া পেলেন অলিভিয়া!

Alivia Sarkar Valentines Day: প্রেমদিবসে নতুন প্রেমের ইঙ্গিত দিলেন অভিনেত্রী অলিভিয়া সরকার। ছবি পোস্ট করে কী লিখলেন?

Alivia Sarkar Valentines Day: প্রেমদিবসে নতুন প্রেমের ইঙ্গিত দিলেন অভিনেত্রী অলিভিয়া সরকার। ছবি পোস্ট করে কী লিখলেন?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
dfdsf

প্রেমদিবসে নতুন প্রেমে সিলমোহর

Alivia Sarkar New Love: প্রেমদিবসে শহর জুড়ে প্রেমের মরশুম। আকাশে-বাতাসে প্রেমের গন্ধে একেবারে ম ম করছে। কেউ তাঁর মনের মানুষের সঙ্গে ছবি পোস্ট করেছেন তো কেউ আবার নতুন সম্পর্কে সিলমোহর দিলেও মনের মানুষের নাম প্রকাশে অনিচ্ছুক। সেই রকমই টলিপাড়ার এক অভিনেত্রী অলিভিয়া সরকার। বাংলা মেগার অত্যন্ত পরিচিত মুখ অলিভিয়া।

Advertisment

সিরিয়ালের পাশাপাশি সিনেমা-সিরিজেও কাজ করেন। এই মুহূর্তে 'রাপ্পা রায় অ্যান্ড ফুলস্টপ ডট কম'-এর শুটিং করছেন। ইনস্টা স্টোরিতে গোলাপের তোড়া নিয়ে একটি ছবি পোস্ট করে জীবনে বসন্তের ছোঁয়া লেগেছে সেই ইঙ্গিতই দিলেন। ছবির সঙ্গে লেখা, 'ও জাস্ট বলল এমনি।' অলিভিয়ার এই পোস্ট দেখেই ভক্তদের মধ্যে কৌতুহল কে তাঁর প্রেমিক।

 

Advertisment

একটা সময় সম্পর্কে ছিলেন অভিনেত্রী অলিভিয়া সরকার। প্রেম ভেঙে যাওয়ার পর নতুন প্রেমের কোনও ইঙ্গিত দেননি। প্রেমদিবসে ছবি পোস্ট করার পরও তা সরিয়ে নেন অভিনেত্রী। এই প্রসঙ্গে বাড়তি কথা বলতে নারাজ অলিভিয়া। তিনি শুধু জানিয়েছেন, একজনের সঙ্গে বন্ধুত্ব হয়েছে।

তবে প্রেমের কথা এখুনি কিছু বলতে চান না। পুরনো সম্পর্ক ভেঙে যাওয়ার পর মনের মতো সঙ্গীর খোঁজে ছিলেন টলি অভিনেত্রী অলিভিয়া সরকার। তাঁর প্রেমিকের সঙ্গে ইন্ডাস্ট্রির কোনও যোগ আছে কিনা সে বিষয়ও মুখে কুলুপ অলিভিয়ার। সময়ের সঙ্গে সবটা জামানোর প্রতিশ্রুতি দিয়েছেন অভিনেত্রী। 

টলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে, নতুন সম্পর্কে জড়িয়েছেন অলিভিয়া সরকার। কাছের বন্ধুবান্ধবদের সঙ্গে পরিচয়ও করিয়েছেন। তবে এখনই ব্যক্তিগতজীবনকে লাইমলাইটে আনতে চান না। গোলাপ হাতে যে ছবি পোস্ট করেছেন সেটা প্রেমে সিলমোহর বলেই মনে করছে টলিপাড়া ও অনুরাগীর একাংশ। এখন শুধু অপেক্ষা অলিভিয়া কবে তাঁর পার্টনারের ছবি প্রকাশ্যে আনেন।

সেই সঙ্গে 'রাপ্পা রায় অ্যান্ড ফুলস্টপ ডট কম'-এ অলিভিয়াকে কোন চরিত্রে দেখা যাবে তা নিয়েও ভক্তদের মধ্যে উৎসাহ রয়েছে। সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় অভিনেত্রী। অফিসিয়াল অ্যাকাউন্টে চোখ রাখলেই দেখা যায় নিত্য-নতুন ছবি-ভিডিও। ফটোশুট থেকে কোথাও ঘুরতে যাওয়ার নানা মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নেন অলিভিয়া। 

Bengali Cinema Bengali Serial Bengali Actress Bengali Television Bengali Film Bengali News Bengali serial TRP Bengali Film Industry