পাঁচ কোটি টাকার প্রতারণা, রেমো ডিসুজার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করল গাজিয়াবাদ আদালত। ২০১৬ সালে, অমর মাস্ট ডাই ছবির জন্য এক ব্যবসায়ীর কাছ থেকে ৫ কোটি টাকা নিয়েছিলেন রেমো। ছবি মুক্তি পেলে দ্বিগুণ টাকা ফেরত দেবেন, এমনই কথা দিয়েছিলেন গাজিয়াবাদের ব্যবসায়ী সত্যেন্দ্র ত্যাগীকে। কিন্তু কোনও টাকাই এখনও পর্যন্ত রেমো ফেরত দেননি বলেই অভিযোগ।
অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় বিচারক মহেন্দ্র রাওয়াত, রেমোর বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেন। মিরাটের পুলিশ সুপার অতীশ কুমার জানান, অনুমতি নিয়েই মুম্বইয়ে তাঁকে এই নোটিস দেওয়া হয়। প্রসঙ্গত, দীর্ঘ সময় আদালতে অনুপস্থিত থাকার কারণে বুধবার গাজিয়াবাদ আলাদত এই সিদ্ধান্ত নেয়।
আরও পড়ুন, ভারত-বাংলাদেশ ফিল্ম অ্যাওয়ার্ড, শিল্পীদের সম্মানে দুই বাংলার সম্প্রীতি
গাজিয়াবাদের রাজ নগরের বাসিন্দা সত্যেন্দ্র ত্যাগী ২০১৬ সালে অভিযোগ করেন, রেমো ডিসুজা তাঁর কাছ থেকে ৫ কোটি টাকা নিয়েছিলেন রেমোর ছবির অমর মাস্ট ডাই-এর জন্য। কোরিওগ্রাফার তাঁকে কথা দিয়েছিলেন ছবির মুক্তির পর দ্বিগুণ রাশি অর্থাৎ ১০ কোটি টাকা তিনি ফেরত দেবেন।
তিনি অভিযোগ করেন ১০ কোটি কেন আসল ৫ কোটি টাকাই ফেরত দেননি রেমো। এদিকে বহুদিন আলাদতের নির্দেশ অমান্য করে গরহাজির থাকার জন্য এদিন কোরিওগ্রাফারের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।
Read the full story in English