Allu Arjun Vs Varun Dhawan: ৫ ডিসেম্বর মুক্তি পেয়েছে বহুপ্রতিক্ষীত পুষ্পা দ্য রুল বা পুষ্পা ২ (pushpa 2) । ২০২১-এ পুষ্পার প্রথম পর্বের সাফল্যের পর ২০২৪-এ মুক্তি পেল পরবর্তী ভাগ। পুষ্পা ২-এর দাপটে কোণঠাসা হচ্ছে বাংলা ছবি। ক্রিসমসারে মরসুমে একসঙ্গে মুক্তি পাচ্ছে চারটি বাংলা ছবি। আল্লু-রশ্মিকার পুষ্পা ২-র দাপটে কপালে চিন্তার ভাঁজ বাঙালি পরিচালক-প্রযোজকদের। কিন্তু, এবার তো কোপ পড়ল খোদ পুষ্পা ২-এর উপরই। আল্লু অর্জুনের (Allu Arjun) ঘাড়ে নিঃশ্বাস ফেলল বলি অভিনেতা বরুণ ধাওয়ান। ব্লকবাস্টার মুভির তকমা পেয়েও 'হল ছাড়া' হতে হচ্ছে পুষ্পা ২-কে। মিডিয়া রিপোর্ট মোতাবেক, উত্তর ভারতের PVR INOX থেকে সরিয়ে ফেলা হবে সুকুমার পরিচালিত পুষ্পা ২।
বড়দিনে আসছে বরুণ ধাওয়ান (varun Dhawan), জ্যাকি শ্রফ, কৃতি সুরেশ, ওয়ামিকা গাব্বি সহ মাল্টি স্টারকাস্ট ভিত্তিক মুভি 'বেবি জন'। নতুন ছবিকে জায়গা দিতেই পুষ্পা ২ মুক্তির তিম সপ্তাহ পর উত্তর ভারতের PVR INOX থেকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই খবর।
উল্লেখ্য, আল্লু-রশ্মিকা ম্যাজিকে বুঁদ সিনেপ্রেমীরা। মুক্তির তিন তিন সপ্তাহ পরও দাপটের সঙ্গে বক্স অফিসে পুষ্পার রাজত্ব জারি। এই রকম পরিস্থিতিতে সিনেমা সরিয়ে ফেলার সিদ্ধান্তে মন খারাপ আল্লু ভক্তদের। বৃহস্পতিবার রাতে বাণিজ্য বিশ্লেষক Manobala Vijayabalan সমাজমাধ্যমের পেজে এই খবরটি শেয়ার করেছেন।
ব্রেকিং নিউজ ক্যাপশনে তিনি লিখেছেন, 'শুক্রবার থেকে উত্তর ভারতের সব পিভিআর-আইনক্স থেকে পুষ্পা ২ সরিয়ে ফেলা হবে।' এই পোস্টের প্রায় ঘণ্টা খানেক পর আরও একটি পোস্ট শেয়ার করেন। সেখানে তিনি জানান, 'পিভিআর-আইনক্সের সঙ্গে পুষ্পা ২-এর ডিস্ট্রিবিউটরের দ্বন্দ ধীরে ধীরে মিটছে। এক এক করে শো শুরু হবে।'
উল্লেখ্য, বাংলার সুপারস্টার জিৎ পুষ্পা দেখে এক্স হ্যান্ডেলে লিখেছিলেন, 'পুষ্পা দেখে আমি আপ্লুত। আল্লু অর্জুন সিনেমার প্রতিটি স্টার কাস্টের অনবদ্য অভিনয়ে আমি মুগ্ধ। সত্যিই আল্লু অর্জুন আরও একবার প্রমাণ করে দিলেন তিনি একজন প্রতিভাবান অভিনেতা। এই রকম একটি সিনেমার জন্য পরিচালক সুকুমারকেও স্যালুট। সিনেমা হিট হওয়ার নেপথ্যে এটি একটি বিরাট কারণ।' জিৎ-এর প্রশংসা দেখে আবেগপ্রবণ আল্লু। এক্স হ্যান্ডেলে জিৎকে ধন্যাবদাও জানান দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন?