/indian-express-bangla/media/media_files/2024/12/13/4j0exV7BJgU9ezKBG535.jpg)
আল্লু অর্জুনের রাজনীতিতে প্রবেশ?
বহুবছর ধরে রয়েছেন ইন্ডাস্ট্রিতে। একের পর এক হিট ছবি দিয়েছেন। তাঁর সঙ্গে সঙ্গে তাঁকে দেখা গিয়েছে জাতীয় পুরস্কারের মঞ্চেও। অভিনেতা আল্লু অর্জুনকে নিয়ে চর্চা তুঙ্গে। একে তো পুষ্পা ২ এর সাফল্য, অন্যদিকে রয়েছে তিনি নাকি রাজনীতিতে আসছেন।
একজন তারকার পক্ষে, রাজনীতিতে আসা নেহাতই নতুন ঘটনা না। বহু তারকারা নানা লোকসভা এবং বিধানসভা থেকে রাজনীতিতে দাঁড়িয়েছেন এবং কেউ জয় পেয়েছেন কেউ আবার হেরে গিয়েছেন। দক্ষিণের ইন্ডাস্ট্রিতে এই উদাহরণ কম নেই। পবন কল্যাণ হোক কিংবা বিজয় থালাপতি, রাজনীতির ময়দানে সক্রিয় অনেক তারকাই। এবার কি অর্জুনের পালা? বানি আন্না হিসেবেই নিজের এলাকায় বেশি পরিচিত তিনি।
আরও পড়ুন - Pallavi as Sita: রামায়ণের জন্য আমিষ ছেড়েছেন? 'এসব গুজব বন্ধ করুন...', স্পষ্ট জবাব 'সীতা' পল্লবীর
বিশেষ করি জাতীয় পুরস্কার গ্রহণ করেছেন যেদিন থেকে সেদিন থেকে এই আলোচনা বাড়ছে। আর ছবির প্রমোশনের সময় যেভাবে তিনি ভারতবর্ষকে নিয়ে প্রশংসা করেছেন, তাতে অনেকেই প্রশ্ন করেছিলেন তাহলে কি শাসকদলের হয়ে তাঁকে দেখা যেতে চলেছে। অভিনেতা জানিয়েছিলেন..
"আমি বিশ্বাস করি যে ভারতবর্ষ একটা সময় গোটা বিশ্বকে পথ দেখাবে এবং এগিয়ে নিয়ে যাবে। এই ভারত ঝুঁকবে না এবং থামবেও না।" এরপরই আলোচনা শুরু। বেশিরভাগ দাবি করছিলেন তিনি নাকি রাজনীতিতে আসছেন? অভিনেতার তরফে এই নিয়ে কিছু না জানানো হলেও অবশেষে তাঁর দলের তরফে উত্তর দেওয়া হয়েছে। দিল্লিতে গিয়েছিলেন আল্লু অর্জুন। তারপরই আরও জল্পনা। কী জানিয়েছেন তাঁর টিমের সদস্যরা?
We kindly request media outlets and individuals to refrain from spreading unverified information. For accurate updates, please rely on official statements from our official handle. pic.twitter.com/Qd2nmL5Bhg
— Team Allu Arjun (@TeamAAOfficial) December 12, 2024
তাঁদের অফিসিয়াল বিবৃতিতে জানানো হয়েছে, "আমরা এটাই ক্লিয়ার করতে চাই যে, আমাদের তারকা আল্লু অর্জুনকে নিয়ে যে গুজব ছড়িয়েছে যে তিনি রাজনীতিতে আসছেন সেটা একদম মিথ্যে এবং ভিত্তিহীন। আমরা অনুরোধ করব আপনারা এধরনের বার্তা থেকে দূরে থাকুন। আমরা যা আপডেট দেব সেটাই আসল তথ্য এবং সত্য।"