Allu Arjun: পুষ্পা তারকার ব্যবসায়িক ভবনে অনিয়ম, চূড়ান্ত বিতর্কে আল্লু অর্জুন

আল্লু পরিবার তেলেগু সিনেমার অন্যতম প্রভাবশালী পরিবার। অর্জুনের ঠাকুরদাদা আল্লু রামলিঙ্গাইয়া ছিলেন কিংবদন্তি চরিত্র অভিনেতা, যিনি হাজারেরও বেশি ছবিতে অভিনয় করেছেন।

আল্লু পরিবার তেলেগু সিনেমার অন্যতম প্রভাবশালী পরিবার। অর্জুনের ঠাকুরদাদা আল্লু রামলিঙ্গাইয়া ছিলেন কিংবদন্তি চরিত্র অভিনেতা, যিনি হাজারেরও বেশি ছবিতে অভিনয় করেছেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Protesters vandalise Allu Arjun’s residence

ফের বিতর্কে আল্লু Photograph: (ফাইল চিত্র)

তেলেগু সুপারস্টার আল্লু অর্জুন নতুন বিতর্কে জড়ালেন। তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদে অবৈধ নির্মাণের অভিযোগে গ্রেটার হায়দ্রাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন (GHMC) আল্লু অর্জুন ও তাঁর পরিবারকে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে।

Advertisment

অভিযোগ অনুযায়ী, জুবিলি হিলসের ৪৫ নম্বর রোডে অবস্থিত আল্লু বিজনেস পার্ক ভবনে সম্প্রতি অবৈধ সম্প্রসারণ করা হয়েছে। প্রায় দুই বছর আগে নির্মিত এই ভবনে গীতা আর্টস, আল্লু আর্টস সম্পর্কিত ব্যবসা এবং আরও কয়েকটি কোম্পানির অফিস রয়েছে। প্রাথমিকভাবে ভবনটির অনুমোদন ছিল দুই সেলার এবং G+4 তলার জন্য। কিন্তু চতুর্থ তলায় অতিরিক্ত সম্প্রসারণ করায় কর্তৃপক্ষ তদন্তের নির্দেশ দিয়ে মালিকদের কাছ থেকে ব্যাখ্যা চেয়েছে। তাঁরা জানতে চেয়েছে, কেন এই অবৈধ কাঠামো ভাঙা হবে না। এখনো পর্যন্ত আল্লু পরিবার এই নোটিশের কোনও জবাব দেয়নি।

আল্লু পরিবার তেলেগু সিনেমার অন্যতম প্রভাবশালী পরিবার। অর্জুনের ঠাকুরদাদা আল্লু রামলিঙ্গাইয়া ছিলেন কিংবদন্তি চরিত্র অভিনেতা, যিনি হাজারেরও বেশি ছবিতে অভিনয় করেছেন। তাঁর ছেলে অরবিন্দ, গীতা আর্টস প্রতিষ্ঠা করে প্রযোজনা জগতে প্রবেশ করেন। অন্যদিকে, রামলিঙ্গাইয়ার মেয়ে সুরেখা বিয়ে করেন মেগাস্টার চিরঞ্জীবীকে, যার ফলে দুই প্রভাবশালী পরিবার একত্রিত হয়। বর্তমানে আল্লু অর্জুন, তাঁর ভাই আল্লু শিরীষ এবং চিরঞ্জীবীর ছেলে রাম চরণ—তিনজনই বিনোদন শিল্পে সক্রিয়।

Advertisment

‘পুষ্পা ২: দ্য রুল’-এর বিশ্বব্যাপী বিপুল সাফল্যের পর, আল্লু অর্জুন বর্তমানে পরিচালক অ্যাটলি কুমারের সাথে নতুন একটি ছবিতে কাজ করছেন, যার কার্যকরী শিরোনাম AA22XA6। এই বহুল প্রতীক্ষিত ছবিতে নায়িকা হিসেবে অভিনয় করছেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন।

Entertainment News Allu Arjun