দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুন বর্তমানে আলোচনায় আছেন। কারণ, তাঁকে গতকাল যা সহ্য করতে হয়েছে, তাতে করে তাঁর অনুরাগীরা বেশ ক্ষিপ্ত। রেগে আগুন অনেক তারকারাও। কেউ কেউ তো তারকাকে হঠাৎ করে জেলে নিয়ে যাওয়ার বিষয়ে নিন্দা চর্চা পর্যন্ত করেছেন।
যদিও, গতকাল বিকেল হতেই তো তাঁকে জামিন দিয়ে দিয়েছিল তেলেঙ্গানা হাইকোর্ট। তাঁর সঙ্গে সঙ্গেই ভক্তদের উন্মাদনা ছিল দেখার মত। কিন্তু, আজ বাড়ি পৌঁছতেই যে আনন্দে দেখা গেল তারকাকে। সেটা দেখার মত। অভিনেতা বাড়ি গিয়েই প্রথমে জড়িয়ে ধরলেন ভাইকে। তারপর এগিয়ে গেলেন স্ত্রী এবং সন্তানদের কাছে। ছেলেকে কোলে তুলে নিলেন। তারপর স্ত্রী স্নেহা জড়িয়ে ধরে তাঁকে স্নেহ চুম্বনে আঁকড়ে ধরলেন।
আর আজ বানি বাড়ি ফিরতেই কে কে এলেন তাঁর সঙ্গে দেখা করতে? প্রথমেই যাকে দেখা গেল তিনি দক্ষিণী তারকা বিজয় দেবারাকোন্ডা। তাঁকে জড়িয়ে ধরলেন অভিনেতা। কুশল বিনিময় করলেন। কিন্তু, যে ঘটনা সবার নজরে পড়ল সেটা হল, রানা দাগ্গুবাটি। বানি যেন তাকে ছাড়তেই চাইলেন না। শুধু তাই নয়, অর্জুনকে ফোনে ব্যস্ত দেখে রীতিমতো এগিয়ে যাচ্ছিলেন রানা। কিন্তু বন্ধুর হাত ধরে রাখলেন তিনি। তাঁর সঙ্গে কুশল বিনিময় করে তারপরেই গেলেন।
এখানেই শেষ না। বরং আরেকজনকেও দেখা গেল বানির সঙ্গে দেখা করতে। যার সদ্য বিয়ে হয়েছে। অভিনেতা নাগা চৈতন্যকে দেখা গেল তাঁর সঙ্গে কথা বলতে। নাগার সঙ্গে হেসে হেসে কথা বলেন। বন্ধুত্বের এমন অনন্য নজির দেখে বাহবা দিয়েছেন অনেকেই। যদিও, আজ সংবাদ মাধ্যমে তিনি জানান...
"সম্পূর্ণটা যেটা ঘটেছে, সেটা একটা দুর্ঘটনা। আমি আমার পরিবারকে নিয়ে ছবি দেখছিলাম, বাইরে যে এমন কিজু ঘটে যাবে আমি ভাবিই নি। এটার জন্য আমি দুঃখিত। তাঁর থেকেও বড় কথা, আমি উনাদের পাশে আছি। যেভাবে যতরকম ভাবে তাঁদের পাশে থাকতে হয় আমি থাকব, কথা দিলাম।"