Allu Arjun Got bail: জেলে যেতে হচ্ছে না আল্লু অর্জুনকে, Pushpa- তারকাকে জামিন দিল তেলেঙ্গানা হাইকোর্ট...

Allu Arjun updates: সূত্রের খবর অভিনেতার ভাই এবং তাঁর বাবাও হাজির হয়েছে পুলিশ স্টেশনে। এমনকি, এও জানা যাচ্ছে আল্লু অর্জুন নাকি জামিন পর্যন্ত পেয়ে গিয়েছেন।

Allu Arjun updates: সূত্রের খবর অভিনেতার ভাই এবং তাঁর বাবাও হাজির হয়েছে পুলিশ স্টেশনে। এমনকি, এও জানা যাচ্ছে আল্লু অর্জুন নাকি জামিন পর্যন্ত পেয়ে গিয়েছেন।

author-image
Anurupa Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
allu arjun bail

Allu Arjun updates: আল্লু অর্জুনকে নিয়ে সকাল থেকে হইহই, জামিন পেলেন অভিনেতা?

অভিনেতা এবং সকলের চোখের মণি, বানি অর্থাৎ আল্লু অর্জুনকে গ্রেফতার করা হয়েছে আজ সকালে। হায়দ্রাবাদে সন্ধ্যা থিয়েটারে যে ঘটনা ঘটে গিয়েছে, সেটাই যেন কাল হল। অভিনেতার উপস্থিতি যে ধরনের ভিড় সৃষ্টি করল তাতে করেই মৃত্যু হল রেবতীর। আর সেই কারণেই মামলা দায়ের করা হল আজ।

Advertisment

কানাঘুষো শোনা যাচ্ছে তাঁর সঙ্গে পারিবারিক স্তরে পবন কল্যাণের মতভেদের কারণেও এটি হতে পারে। কারণ, অর্জুন বেশ কিছু মাস আগেই পবনের প্রতিদ্বন্দ্বীর বাড়িতে বন্ধুত্বের কারণে গিয়েছিলেন। তাহলে কি পারিবারিক কোনও দ্বন্দ্ব আজকের এই সমস্যাকে আরও বাড়িয়ে তুলছে। এমনকি, সমাজ মাধ্যমে ভাইরাল একটি ভিডিও।

যেখানে দেখা যাচ্ছে, "অভিনেতা বলছেন আমায় অ্যারেস্ট করা কোনও ব্যাপার না। কিন্তু, আমার বেডরুমে ঢুকে আমার পোশাক পর্যন্ত পরিবর্তন করতে না দেওয়াটা একটা বিরাট ব্যাপার।" জেল হেফাজতে নেওয়ার আগে তাঁর শারীরিক পরীক্ষা করা হয়েছে। এবং যাতে দেখা গিয়েছে যে তিনি সুস্থ। গান্ধী হাসপাতালে তাঁর নানা রকমের পরীক্ষা করা হয়েছে।

সূত্রের খবর অভিনেতার ভাই এবং তাঁর বাবাও হাজির হয়েছে পুলিশ স্টেশনে। কিন্তু পবন কল্যাণ যার উপস্থিতি অনেক কিছু বদলে দিতে পারে, সেই মানুষটিকে কেন দেখা যাচ্ছে না? পবণ যিনি সেই পরিবারের সদস্য, অন্ধ্র প্রদেশের ডেপুটি সিএম, তাঁর কাছ থেকে নাকি একবিন্দুও সাহায্য চাননি অভিনেতা?

Advertisment

আবার বর্তমানে এই খবর কানে আসছে যে, মৃতার পরিবার যারা এই কেস করেছিলেন, তারা নাকি মামলা প্রত্যাহার করতে প্রস্তুত। তিনি সংবাদমাধ্যমে বলেছিলেন, "তাঁর ছেলে ছবিটা দেখতে চেয়েছিলেন। তাই গিয়েছিলেন। অর্জুন সেখানে এসেছিলেন, তাঁর কোনো দোষ নেই। আমি হাসপাতালে ছিলাম তখন দেখলাম খবরটা। আমি এই কেসটা তুলে নিতে চাই।"

বিরাট খবর এখনই, তেলেঙ্গানা হাইকোর্ট তাঁকে জামিন দিয়ে দিয়েছে।

Allu Arjun actors Bollywood Actor