Advertisment
Presenting Partner
Desktop GIF

Allu Arjun: মৃত্যু মামলায় থানায় হাজিরার মাঝেই নতুন সমস্যা, 'পুষ্পা ২'-র দৃশ্য নিয়ে আল্লুর বিরুদ্ধে অভিযোগ কংগ্রেস নেতার

Pushpa 2 Scene: পুষ্পা ২-সিনেমার দৃশ্য নিয়ে আপত্তি তুললেন এক কংগ্রেস নেতা। পুলিশের সামনে মূত্রত্যাগের দৃশ্য পুলিশবাহিনির কাছে অপমানজনক বলে তাঁর মত। সেই প্রেক্ষিতেই থানায় অভিযোগ দায়ের করেছেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Protesters vandalise Allu Arjun’s residence

'পুষ্পা ২'-র দৃশ্য নিয়ে আল্লুর বিরুদ্ধে অভিযোগ কংগ্রেস নেতার

Allu Arjun Case: গত ৫ ডিসেম্বর বিগ স্ক্রিনে মুক্তি পেয়েছে বহুপ্রতিক্ষীত ছবি পুষ্পা ২। আল্লু-রশ্মিকা ম্যাজিকে বুঁদ সিনেপ্রেমীরা। কিন্তু, ছবি মুক্তির পরই সমস্যায় দক্ষিণী সুপারস্টার। ৪ ডিসেম্বর সিনেমার প্রিমিয়ারে পুষ্পা ২ দেখতে এসে সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট হয়ে মারা যান এক ভক্ত। হায়দরাবাদের এই ঘটনায় চরম অস্বস্তিতে পুষ্পারাজ। সোমবার হায়দরাবাদের Chikkadpally থানা থেকে মঙ্গলবার হাজিরা দেওয়ার জন্য নোটিশ পাঠানো হয় আল্লু অর্জুনকে। মঙ্গলের সকালেই জিজ্ঞাসাবাদের জন্য থানায় পৌঁছান সুপারস্টার। 

Advertisment

তিনি পুলিশের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করবেন বলেই জানান। ১৩ ডিসেম্বর গ্রেফতার করা হয় আল্লু অর্জুনকে। তেলেঙ্গনা হাইকোর্টে চার সপ্তাহের জন্য অন্তর্বতী জামিনে ছাড়া পান তিনি। এক রামে রক্ষা নেই লক্ষ্মণ দোসর। একদিকে যখন পদপিষ্ট হয়ে ভক্তের মৃত্যুতে আইনি ঝঞ্ঝাটে জর্জরিত, তখন আল্লুর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করলেন কংগ্রেস নেতা Theenmar Mallanna। সংবাদমাধ্যম সূত্রে খবর, পুষ্পা ২ ছবিতে পুলিশের অপমান করা হয়েছে। 

Advertisment

সেই জন্যই সিনেমার অভিনেতা সহ পরিচালক-প্রযোজকের বিরুদ্ধেও অভিযোগ জানিয়েছেন ওই কংগ্রেস নেতা। পুষ্পা ২-এর একটি দৃশ্য রয়েছে যেখানে পুলিস অফিসারের সামনেই সুইমিং পুলে মূত্রত্যাগ করছেন আল্লু। এই ধরনের দৃশ্য পুলিশবাহিনিকে অপমান করা হয় বলে দাবি করেন তিনি। তাঁর মতে, এটি অত্যন্ত আপত্তিকর একটি ঘটনা। ৪ ডিসেম্বর পুষ্পা ২-র প্রিমিয়ারে মহিলা ভক্তের পদপিষ্ট হয়ে মৃত্যু। 

তাঁর আট বছরের সন্তানের অতি সংকটজনক অবস্থার জন্য আইনি জটে জড়িয়েছেন আল্লু। আপাতত অন্তর্বতী জামিনে মুক্তি পেয়েছেন। কিন্তু, মঙ্গলবার সকালেই থানায় হাজিরা দিয়েছেন পুষ্পারাজ। একেই বোধহয় বলে, গোদের উপর বিষফোড়া!

প্রসঙ্গত, পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় অল্লু-সহ মোট সাত জনের বিরুদ্ধে এফআইআর দায়ের কার হয়েছিল। নিম্ন আদালতের বিচারক পুষ্পা ২ অভিনেতাকে ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। তবে সেই রায়কে চ্যালেঞ্জ করে ১৩ ডিসেম্বর তেলঙ্গানা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন আল্লু অর্জুন। কংগ্রেস নেতার অভিযোগের জল কতদূর গড়ায় তা তো সময়ের অপেক্ষা।

Allu Arjun’s Srivalli Dance South Film Industry Allu Arjun pushpa pushpa the rise
Advertisment