/indian-express-bangla/media/media_files/2024/12/06/kBDjjfjTG0PyuasqzZ4h.jpg)
জিৎ-কে কী লিখলেন আল্লু?
Pushpa 2 jeet VS Allu Arjun: ৫ ডিসেম্বর সিলভার মুক্তি পেয়েছে বহুপ্রতিক্ষীত মুভি পুষ্পা ২। প্রথম পর্বের সাফল্যের পরই দ্বিতীয় ভাগ নিয়ে দর্শকের উত্তেজনা ছিল একেবারে চোখে পড়ার মতো। ছবিটি কবে সিলভার স্ক্রিনে মুক্তি পাবে সেই অপেক্ষায় দিন গুনছিল সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি। দীর্ঘ তিন বছরের অপেক্ষার অবসান ঘটতেই সিনেমাহলগুলিতে উপচে পড়া ভিড়। পুষ্পা ম্যাজিক বুঁদ খোদ টলি সুপারস্টার জিৎ।
সিনেমা দেখেই এক্স হ্যান্ডেলে আল্লুর প্রশংসায় পঞ্চমুখ বাংলার 'বস'। দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনও জিৎ-এর পোস্টে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন। এক্স হ্যান্ডেলে কী লিখলেন রুপোলি পর্দার 'পুষ্পা' ওরফে আল্লু অর্জুন। জিৎ পুষ্পা দেখে এক্স হ্যান্ডেলে লিখেছিলেন, 'পুষ্পা দেখে আমি আপ্লুত। আল্লু অর্জুন সিনেমার প্রতিটি স্টার কাস্টের অনবদ্য অভিনয়ে আমি মুগ্ধ। সত্যিই আল্লু অর্জুন আরও একবার প্রমাণ করে দিলেন তিনি একজন প্রতিভাবান অভিনেতা'।
Watched #Pushpa2 and I’m absolutely 💥 BLOWN AWAY!
— Jeet (@jeet30) December 7, 2024
Phenomenal performances by the entire cast, with @alluarjun proving once again that he’s the best talent in the country!
Hats off to @SukumarWritings Garu for his grippy writing and direction—absolute masterpiece! 🫡
Biggest… pic.twitter.com/L78takeXPO
জিৎ আরও লেখেন, 'এই রকম একটি সিনেমার জন্য পরিচালক সুকুমারকেও স্যালুট। সিনেমা হিট হওয়ার নেপথ্যে এটি একটি বিরাট কারণ।' জিৎ-এর প্রশংসা দেখে আবেগপ্রবণ আল্লু। এক্স হ্যান্ডেলে পালটা কী লিখলেন দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুন?
বড় পর্দার 'পুষ্পা' জিৎকে ধন্যবাদ জানিয়ে লেখেন, 'জিৎ গারু (দাদা)! আপনার আন্তরিকতা, সিনেমার প্রশংসায় আমি আপ্লুত। আপনার যে সিনেমাটা ভাল লেগেছে সেটার জন্য আমি কৃতজ্ঞ। আপনার ভালবাসায় আমি মুগ্ধ।'
Watched #Pushpa2 and I’m absolutely 💥 BLOWN AWAY!
— Jeet (@jeet30) December 7, 2024
Phenomenal performances by the entire cast, with @alluarjun proving once again that he’s the best talent in the country!
Hats off to @SukumarWritings Garu for his grippy writing and direction—absolute masterpiece! 🫡
Biggest… pic.twitter.com/L78takeXPO
হিন্দি, তামিল, তেলুগু, মালায়ালি, কন্নড় ও বাংলা ভাষায় মুক্তি পেয়েছে পুষ্পা ২। অতীতে দু-একবার বদলেছে ছবি মুক্তির দিনও। ১৫ অগাস্ট থেকে ৬ ডিসেম্বরে দিন পরিবর্তিত হয়েছিল। চলতি বছরের অক্টোবরে আল্লু অর্জুন নিজেই জানান, ৫ ডিসেম্বর, ২০২৪-এ মুক্তি পাবে 'পুষ্পা দ্য রুল'। হায়দরাবাদে একটি অনুষ্ঠানে ছবির প্রযোজক আনুষ্ঠানিক ভাবে মুক্তির নতুন দিনক্ষণ ঘোষণা করেন।