স্বপ্ন বোধহয় এমনই হয়। অভিনেতা আল্লু অর্জুন, যিনি শেষবার জাতীয় পুরস্কার পেয়েছেন শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে, তিনি জীবনের অন্যতম সেরা পাওনা ক্রস করেছেন। অর্থাৎ? অভিনেতা পুষ্পা ২ ছবির মাধ্যমেই যা রেকর্ড করলেন।
সুকুমার পরিচালিত পুষ্পা ছবির প্রথম ভাগ নিয়ে যে উত্তেজনা এবং আলোচনা ছিল, এবারও তাঁর ব্যতিক্রম না। বরং, এবার দর্শকদের উন্মাদনা আরও বেশি। কারণ, প্রথম ছবি যেভাবে মানুষের মনে ঢুকে গিয়েছে তাতে করে এবার ধামাকা হতে পারে, সেটাই আশা করছেন তাঁর ভক্তরা। এবছর ডিসেম্বরে রিলিজ করতে চলেছে এই ছবি।
কিন্তু, ছবি রিলিজের আগেই অর্জুন যে মাইলস্টোন সৃষ্টি করেছেন তাতে তিনি পিছনে ফেলেছেন অনেককেই। পুষ্পা ২ এর জন্য তিনি যা পারিশ্রমিক নিয়েছেন তাতে পিছিয়ে গিয়েছেন শাহরুখ থেকে বিজয় থালাপতি, এমনকি বিজয় দেভারাকোন্দা। কিং খানের থেকে বেশি টাকা পারিশ্রমিক নিয়েছেন তিনি।
শোনা যাচ্ছে এই ছবির জন্য তিনি ৩০০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। এবং ভারতবর্ষের অন্যতম অভিনেতা হিসেবে জায়গা করে নিয়েছেন। বর্তমানে, তিনি ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা। কিন্তু জানেন কি পুষ্পা ছবির জন্য জাতীয় পুরস্কার নেওয়ার সময় কী হয়েছিল তাঁর?
সম্প্রতি অভিনেতা জানিয়েছেন, তিনি যখন জাতীয় পুরস্কার গ্রহণ করছেন তখন আনন্দের থেকে বেশি তাঁর মধ্যে দুঃখ কাজ করেছিল। ভীষণ, দুঃখ ছিলেন তিনি। অভিনেতার কথায়, ৬৭ বছরের ইতিহাসে জাতীয় পুরস্কার পেয়েছেন এমন একজন তেলেগু অভিনেতা ছিলেন না। তাই, আমি যখন এই পুরস্কার পেলাম, আমার যে মনের মধ্যে কী চলছিল। এত ছবি, এত ভাল ভাল অভিনেতা, তাঁরা কেন পেলেন না? এই প্রশ্নগুলো আমায় ভাবাত।
জাতীয় পুরস্কারের জন্যই করেছিলেন পুষ্পা...
অভিনেতা আরও জানিয়েছেন যেদিন সুকুমার তাঁকে এই গল্প শুনিয়েছিলেন, তিনি একটাই কথা বলেছিলেন, যেন এই ছবি এমনভাবে হয়, তাতে যেন জাতীয় পুরস্কার পান অল্লু। অভিনেতার কথায়, আমরা যেদিন থেকে এই ছবির প্ল্যান করেছিলাম সেদিন থেকে এটাই ভেবেছিলাম। কিন্তু, প্রতিটা শট এটাই ভাবিয়েছিল আমাদের যে এটা জাতীয় পুরস্কার রেঞ্জের হচ্ছে না।