/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/12/allu.jpg)
আল্লু অর্জুন
ঝুকেগা নাহি শালা... এই শব্দটা শুনলেই প্রথমেই মনে আসে আল্লূ অর্জুন। অভিনেতা নিজের পারফরমেন্স দিয়ে সকলকে মুগ্ধ করেছেন। জাতীয় পুরস্কার পেয়েছেন এই ছবির জন্যই। সামনে তিনি আবারও কাজ করছেন পুষ্পার দ্বিতীয় ভাগে।
কিন্তু, এই মানুষটাকে প্রথম অভিনয়ের সময় এক টাকাও দেওয়া হয়নি। সেই আক্ষেপ আজও রয়েছে তাঁর। অভিনেতার জীবনে প্রথম অভিনয় সেই ১৯৮৫ সালে। তখন, তাঁর কিই বা এমন বয়স? কিন্তু, অভিনয় করেছিলেন বাবার হাত ধরেই। খুদে আল্লু যে একদিন দক্ষিণ ইন্ডাস্ট্রি রুল করবেন একথা ভাবতেও পারেননি। তবে, সেদিনের সেই ঘটনা আজও ভোলেননি তিনি।
অভিনেতা, নিজের বাবার দেওয়া ধোঁকা আজও মনে রেখেছেন। তাই তো, সেকথা শেয়ার করে তিনি লিখলেন...
বাবার একটি ছবি, সঙ্গে একটি মোমেন্ট, আল্লু লিখলেন, আমার প্রথম ছবি এবং আমার প্রযোজক আমার বাবা। আল্লু অরবিন্দ প্রযোজনা করেছিলেন সেই ছবি। এমনকি আরেকটি কথাও মজার ছলে তিনি বললেন, আমার এইমাত্র মনে পড়ল এই কাজ করার জন্য আমি এখনও অবধি কোনও পারিশ্রমিক পাই নি। ওহ ভগবান। স্বাভাবিক, একজন শিশু অভিনেতা, যার বাবা ছবির প্রযোজক তাঁকে দিয়ে ফ্রিতে কাজ করিয়েছেন।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/12/A1-1.jpg)
উল্লেখ্য, আল্লু নিজের নিদারুণ অভিনয়ের মাধ্যমে এবার জাতীয় পুরস্কার তাঁর ঝুলিতে ভরেছেন। দিল্লিতে, সকলের সঙ্গে মুহূর্ত ভাগ করেছেন তিনি। এখন, বলিউডের ছবিতে কবে কাজ করেন সেটাই দেখার।