Allu Arjun Tax Pay: বছরের শেষে বক্স অফিসে তুফান তুলেছে পুষ্পা ২ (Puspa 2)। মুক্তির কয়েক দিনের মধ্যেই ৮০০ কোটি টাকার ক্লাবে ঢুকে গিয়েছে সুপারস্টার আল্লু অর্জুনের (Allu Arjun) ব্লকবাস্টার ছবি। এই ছবি করতে একাই ৩০০ কোটি টাকা নিয়েছেন আল্লু। গত অর্থবর্ষে কত টাকা আয়কর দিয়েছেন দক্ষিণী তারকা জানেন?
2023-24 অর্থবর্ষে সর্বোচ্চ করদাতাদের একজন আল্লু অর্জুন
পর্দায় যেমন বাস্তব জীবনেও তেমন পুষ্পা তারকা আল্লু অর্জুন। দেশের সর্বোচ্চ করদাতাদের তালিকায় অনেক উপরের সারিতে রয়েছেন তেলুগু সুপারস্টার। ২০২৩-২৪ অর্থবর্ষ সর্বোচ্চ করদাতাদের তালিকায় তাঁর নাম রয়েছে। ফরচুন ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, আল্লু অর্জুন একমাত্র তেলুগু অভিনেতা যিনি দেশের শীর্ষ ২২ করদাতাদের মধ্যে রয়েছেন। গত কয়েক বছর পুষ্পা ছবির দৌলতে সারা ভারত জুড়ে তাঁর নাম জনপ্রিয় হয়েছে। তেলুগু ছবিকে এখন গোটা দেশের কাছে উন্মুক্ত করে দিয়েছেন তিনি নিজের অভিনয় দিয়ে।
গত অর্থবর্ষে কত টাকা আয়কর দিয়েছেন আল্লু অর্জুন?
আল্লু অর্জুন গত অর্থবর্ষ অর্থাৎ ২০২৩-২৪ সালে ১৪ কোটি টাকা কর দিয়েছেন। এটাই তাঁকে শীর্ষ করদাতাদের তালিকায় উপরে তুলে দিয়েছে। তাঁর মোট সম্পত্তি ৪৬০ কোটি টাকার। তবে তিনি একা নন, মালয়ালম ইন্ডাস্ট্রির সুপারস্টার মোহনলালও গত অর্থবর্ষে ১৪ কোটি টাকা আয়কর দিয়েছেন।
আরও পড়ুন জেল থেকে বাড়ি ফিরতেই কার কাছে ছুটে গেলেন অর্জুন? সঙ্গে নিলেন স্ত্রী ও সন্তানদের...
পুষ্পা ২ ছবির জন্য কত টাকা নিয়েছেন আল্লু?
আল্লু অর্জুন পুষ্পা ২ ছবির জন্য কোনও টাকা পারিশ্রমিক নেননি। তবে মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ছবির আয়ের ৪০ শতাংশ পাবেন আল্লু। এখনও পর্যন্ত বক্স অফিসে পুষ্পা ২-এর ঝড় থামছে না। ৮০০ কোটির ক্লাবে ইতিমধ্যেই ঢুকে পড়েছে ছবিটি।