Allu Arjun: বাড়িতে ভাঙচুর! হামলার মুখে আল্লু অর্জুন, তাও তৃতীয় সপ্তাহের শেষে বক্স অফিসে চোখের মণি 'পুষ্পা ২'

Allu Arjun's home attacked by people: একদল লোক আল্লু অর্জুনের বাড়িতে ঢুকে পড়ে। ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভকারীরা প্রাঙ্গণের দেয়াল টপকাচ্ছে, পাথর ছুড়ছে, টমেটো ছুঁড়ছে এবং চত্বরে রাখা ফুলের টব ভাঙছে।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
allu arjun- pushpa theatre incident

Allu Arjun Pushpa 2: আল্লু অর্জুনের সঙ্গে যা হয়েছে, তারপরেও তাঁর ছবির সাফল্য অব্যাহত

রবিবার হায়দরাবাদে আল্লু অর্জুনের জুবিলি হিলসের বাসভবনে বিক্ষোভকারীরা ভাঙচুর চালানোর পরে, পুষ্পা ২ অভিনেতার বাবা আল্লু অরবিন্দ মিডিয়াকে সম্বোধন করে জানান যে অপরাধীদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Advertisment

ঘটনার পর জুবিলি হিলসের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আল্লু অরবিন্দ বলেন, "আজ আমাদের বাড়িতে কী ঘটেছে তা সবাই দেখেছেন। তবে সময় এসেছে সে অনুযায়ী কাজ করার। এখন আমাদের কোনো বিষয়ে প্রতিক্রিয়া জানানোর সঠিক সময় নয়। পুলিশ দোষীদের ধরে নিয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এখানে কেউ গোলমাল করতে এলে পুলিশ তাকে ধরে নিয়ে যেতে প্রস্তুত। এ ধরনের ঘটনাকে কারও প্রশ্রয় দেওয়া উচিত নয়।" 

তিনি আরও বলেন, "তবে শুধু মিডিয়া আছে বলে আমি প্রতিক্রিয়া দেব না। এখন সময় সংযম অনুশীলন করার। আইন তার নিজস্ব পথে চলবে।" রবিবার ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যৌথ অ্যাকশন কমিটির (ওইউ জেএসি) একদল লোক আল্লু অর্জুনের বাড়িতে ঢুকে পড়ে। ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভকারীরা প্রাঙ্গণের দেয়াল টপকাচ্ছে, পাথর ছুড়ছে, টমেটো ছুঁড়ছে এবং চত্বরে রাখা ফুলের টব ভাঙছে। বিক্ষোভকারীদের সঙ্গে বাড়িতে অবস্থানরত নিরাপত্তারক্ষীদের মধ্যে উত্তপ্ত সংঘর্ষ শুরু হয়। জানা যাচ্ছে, অভিনেতা তাঁর স্ত্রী এবং সন্তানদের অন্যত্র সরিয়ে দিয়েছেন। 

কিন্তু এরপরেও, বক্স অফিসে অভূতপূর্ব সাফল্য এবং আল্লু অর্জুনের অফস্ক্রিন সমস্যার জন্য পুষ্পা ২ গত কয়েকদিন ধরে সবার চোখের মণি হয়ে উঠেছে। মুক্তির একদিন আগে হায়দরাবাদের একটি প্রেক্ষাগৃহে বেনিফিট শো চলাকালীন পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যু হয়েছে, তাঁর ছেলে গুরুতর আহত হয়েছেন।

Advertisment

বাণিজ্য ওয়েবসাইট, স্যাকনিল্ক অনুসারে, পুষ্পা ২ তৃতীয় সপ্তাহান্তে দারুণ ব্যবসা উপহার দিয়েছে। তৃতীয় সপ্তাহান্তে ৭২.৩ কোটি টাকা আয় করার গর্ব করতে পারে এমন কয়টি চলচ্চিত্র? পুষ্পা ২ সপ্তাহান্তে শক্তি থেকে শক্তিতে বেড়েছে কারণ এটি রবিবার ৩৩.২৫ কোটি টাকা, শনিবার ২৪.৭৫ কোটি টাকা এবং শুক্রবার ১৪.৩ কোটি টাকা আয় করেছে।

 

Allu Arjun pushpa