ধর্ষণের অপরাধে অভিযুক্ত অভিনেতা অলোক নাথ সম্প্রতি আগাম জামিন পেয়েছেন। জেল থেকে বাইরে এসেই আইএনএস-কে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা দুঃসময়ে পাশে থাকার জন্য নিজের স্ত্রী এবং ছেলের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছেন। জানিয়েছেন, এর পর তাঁর বিরুদ্ধে কী আইনি ব্যবস্থা নেওয়া হবে, জানাবে আদালত।
অলোক নাথ বলেছেন, "আদালত এবং আমার আইনজীবীরা আমায় এখন মুখ খুলতে না করেছে। এই ক'মাস অনেক কিছু সহ্য করেছি। দু'একটা কথা হয়তো মুখ ফসকে বেরিয়ে গিয়েছে। তা বাদ দিলে গত মাস তিনেক চুপচাপই ছিলাম"।
"এই মুহূর্তে আমার কিছু বলাটা ঠিক না, কিন্তু আমার আগাম জামিনের আবেদন মঞ্জুর হওয়ায় আমি খুশি। বাকি কথা বলার মতো অবস্থায় আসলে নিশ্চয়ই কথা হবে"।
আরও পড়ুন, বিবেকের ‘মোদী অবতার’ দেখে হেসে খুন নেটিজেনরা
গত বছর ১৭ অক্টোবর পুলিশে অভিযোগ জানান নির্যাতিতা। অভিযোগপত্রে নির্যাতিতা জানিয়েছেন যে, ১৯ বছর আগে একটি টিভি শো-তে কাজ করার সময় তাঁকে ওই অভিনেতা ধর্ষণ করেন।
উল্লেখ্য, নভেম্বরের ৮ তারিখ ফেসবুকে প্রথম ওই বর্ষীয়ান অভিনেতার বিরুদ্ধে সরব হন নির্যাতিতা। ফেসবুক পোস্টে নির্যাতিতা লেখেন যে, অভিনেতার বাড়িতে পার্টি চলাকালীন তাঁর পানীয়ে কিছু একটা মিশিয়ে দেন অলোক। নির্যাতিতা আরও বলেছেন যে, অভিনেতার বাড়ি থেকে বেরোনোর সময় অসুস্থ বোধ করেছিলেন তিনি। তাই অভিনেতা তাঁকে বাড়ি পৌঁছে দেওয়ার প্রস্তাব দেন। কিন্তু অন্য একটি জায়গায় তাঁকে নিয়ে অলোক ধর্ষণ করেন বলে অভিযোগ তুলেছেন ওই মহিলা।
আগাম জামিন পাওয়ার পর সংবাদ সংস্থাকে দেওয়া প্রথম সাক্ষাৎকারে অভিনেতা বললেন, "আইনি পদক্ষেপ কী হবে এর পর, ঠিক জানিনা, তবে এটুকু বলতে পারি, লড়াইটা একদিন শেষ হবেই, আর সত্যিটাও প্রকাশ পাবেই"।
Read the full story in English