শেষ হল বিজ্ঞাপনে বিপ্লব আনা অ্যালেক পদমসির পথ চলা

অভিনেতা হিসেবে ভারতের দর্শক তাঁকে চিরকাল মনে রাখবেন রিচার্ড অ্যাটেনবরোর 'গান্ধী' ছবির জন্য। মহম্মদ আলি জিন্নার চরিত্রে অভিনয় করেছিলেন প্রয়াত শিল্পী।

অভিনেতা হিসেবে ভারতের দর্শক তাঁকে চিরকাল মনে রাখবেন রিচার্ড অ্যাটেনবরোর 'গান্ধী' ছবির জন্য। মহম্মদ আলি জিন্নার চরিত্রে অভিনয় করেছিলেন প্রয়াত শিল্পী।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

অ্যালেক পদমসি

নব্বই বছরে এসে ফুরিয়ে গেল অ্যালেক পদমসির পথ চলা। শনিবার মুম্বইতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পদমসি। দীর্ঘ দিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন হিন্দি বিজ্ঞাপনের জগতে বিপ্লব আনা অ্যালেক।

Advertisment

অভিনেতা হিসেবে ভারতের দর্শক তাঁকে চিরকাল মনে রাখবেন রিচার্ড অ্যাটেনবরোর 'গান্ধী' ছবির জন্য। মহম্মদ আলি জিন্নার চরিত্রে অভিনয় করেছিলেন প্রয়াত শিল্পী।

বিজ্ঞাপনের জগতে 'লিরিল গার্ল', 'হামারা বাজাজ'-এর মত জনপ্রিয় বিজ্ঞাপন তাঁরই অমর সৃষ্টি। বিজ্ঞাপন নিয়ে লিখে ফেলা তাঁর আস্ত একটি বই 'আ ডাবল লাইফ' আন্তর্জাতিক বিশ্বে রীতিমতো সমাদৃত।

Advertisment

শিল্পীর মৃত্যুতে দেশের বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। টুইট মারফত পদমসির প্রয়াণে শোক জ্ঞাপন করছেন অনুরাগীরা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে বলেছেন, "বিজ্ঞাপন জগতে তাঁর অমর কীর্তি চিরকাল মানুষ মনে রাখবে। দেশের থিয়েটারেও ওনার অবদান রয়েছে। এই শোকের সময়ে ওনার পরিবারের পাশে থাকছি"।

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও টুইট করে প্রয়াত শিল্পীর উদ্দেশে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।

বিনোদন জগতে নেমে এসেছে শোকের ছায়া।

পদমসি অভিনিত থিয়েটার 'ব্রোকেন ইমেজেস' আন্তর্জাতিক খ্যাতি পেয়েছিল। তাঁর সেই নাটকের সূত্র ধরেই বলা যায়, নশ্বর দেহ মিলিয়ে গেলেও 'ইমেজ' টুকু থেকে যাবে চিরকাল। বিদায় অ্যালেক!

Read the full story in English