Amaal Malik: কূটনীতিতে বিশ্বাস করেন আমাল? 'Bigg Boss'-এ পা রেখেই পরিবারকে নিয়ে বিস্ফোরক গায়ক..

শো-তে প্রবেশের আগে আমাল জানান, তিনি চান এই মঞ্চে নিজের ভাবমূর্তি আরও পরিষ্কার করতে। তার কথায়, "ইন্ডাস্ট্রিতে প্রায় ১০ বছর হয়ে গেছে। কিন্তু ইন্ডাস্ট্রির বাস্তবতা নিয়ে যখন কথা বলি.."

শো-তে প্রবেশের আগে আমাল জানান, তিনি চান এই মঞ্চে নিজের ভাবমূর্তি আরও পরিষ্কার করতে। তার কথায়, "ইন্ডাস্ট্রিতে প্রায় ১০ বছর হয়ে গেছে। কিন্তু ইন্ডাস্ট্রির বাস্তবতা নিয়ে যখন কথা বলি.."

author-image
IE Bangla Entertainment Desk
New Update
amaal

যা বললেন আমাল...

সলমন খানের সঞ্চালনায় জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস ১৯-এর প্রতিযোগী হিসেবে যোগ দিয়েছেন সঙ্গীত পরিচালক ও গায়ক আমাল  মালিক। তিনি 'জয় হো', 'খুবসুরত', 'হিরো', 'বাঘি', 'কাপুর অ্যান্ড সন্স', 'এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি', 'কবির সিং', 'ভুল ভুলাইয়া ৩' সহ একাধিক ছবিতে কাজ করেছেন।

Advertisment

শো-তে প্রবেশের আগে আমাল জানান, তিনি চান এই মঞ্চে নিজের ভাবমূর্তি আরও পরিষ্কার করতে। তার কথায়, "ইন্ডাস্ট্রিতে প্রায় ১০ বছর হয়ে গেছে। কিন্তু ইন্ডাস্ট্রির বাস্তবতা নিয়ে যখন কথা বলি, অনেকেই আমাকে ভুল বোঝে। তাই এই শোতে যোগ দেওয়ার সুযোগে আমি খুবই উচ্ছ্বসিত।" তিনি আরও বলেন, "কাজ হারানো আমাকে প্রভাবিত করে না। বড় কোনো সিনেমা থেকে বাদ পড়লেও আমি তা সহজভাবে নিই এবং নিজের মতো সময় কাটাই। এগুলো নিয়ে আমি কখনোই বাড়তি গুরুত্ব দিই না।" 

অমল জানান, তিনি চান মানুষ তার জনপ্রিয়তার সঙ্গে তার সঙ্গীতকে যুক্ত করুক, কারণ তাকে প্রায়ই অন্য সেলিব্রিটির সঙ্গে গুলিয়ে ফেলা হয়। বললেন, "আমি চাই যারা আমার সঙ্গীত ভালোবাসেন, তারা জানুন এর পেছনে কে কাজ করছে। প্রায়ই আমাকে আরমান মল্লিক বা আদিত্য রায় কাপুর ভেবে ভুল করা হয়। টুপি পরলে মানুষ আমাকে আদিত্য ভাবে, দাড়ি রাখলে অর্জুন কাপুর, ওজন কমালে ভিকি কৌশল, আর চুল বাড়ালে রণবীর সিং বলে ডাকে। অনেক বিভ্রান্তি রয়েছে!" 

Actor Death News: ফের দুঃসংবাদ, চলে গেলেন অভিনেতা

Advertisment

নিজেকে অকপট ব্যক্তি বলে উল্লেখ করে আমাল বলেন, "মানুষ আমার গান চেনে, কিন্তু আমার স্বভাব, চিন্তাধারা বা দৃষ্টিভঙ্গি চেনে না। মিডিয়ায় যা প্রকাশিত হয়, তা সব সময় আসল চিত্র না। কিন্তু আমি কূটনৈতিক নই, তাই খেলায় নিজের পরিচয় স্পষ্টভাবে তুলে ধরব।" 

কিছুদিন আগে পরিবারের সঙ্গে মতভেদ নিয়ে প্রকাশ্যে  কথা বলেছিলেন আমাল। তবে তিনি জানিয়েছেন, সম্পর্ক এখন স্বাভাবিক হয়েছে। সম্পর্ক নিয়ে আমাল বলেন, "আমি সম্পর্ক বজায় রাখতে জানি। আবেগ না থাকলে গানও তৈরি করা যায় না। শোয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত আছি। জীবনে প্রতিটি ক্ষেত্রেই লড়াই আছে; আপনি কীভাবে লড়েন, সেটাই আপনাকে আলাদা করে তোলে। তবে বাবার সঙ্গে প্রতিদিন দেখা হওয়া ও জ্যাম করার সময়টা ভীষণ মিস করব। মা-কেও অনেক মনে পড়বে। আরমান এখন লন্ডনে শো করছে, তাই তাকে বিদায়ও জানাতে পারিনি।" 

Bigg Boss Entertainment News bigg boss 18 finale Amaal Malik