Advertisment

Aman Jaiswal Death: 'নতুন বছরে নতুন স্বপ্ন...', বাইক দুর্ঘটনায় সব শেষ! ২৩ বছরের অভিনেতার শেষ পোস্টে কীসের ইঙ্গিত?

Aman Jaiswal Instagram Post: পথ দুর্ঘটনায় প্রাণ গেল ২৩ বছরের তরুণ তুর্কি আমনের। ইন্সটাগ্রামে শেষ পোস্টে কী লিখেছিলেন অভিনেতা?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Aman Jaiswal Instagram Post: পথ দুর্ঘটনায় প্রাণ গেল ২৩ বছরের তরুণ তুর্কি আমনের। ইন্সটাগ্রামে শেষ পোস্টে কী লিখেছিলেন অভিনেতা?

ইন্সটাগ্রামে শেষ পোস্টে কী লিখেছিলেন অভিনেতা?

Aman Jaiswal Last Post: বয়স মাত্র ২৩। অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। দুচোখে ছিল অনেক স্বপ্ন। কিন্তু, অকাল মৃত্যুতেই সব শেষ টেলি অভিনেতা আমন জয়লওয়ালের। শুক্রবার যোগেশ্বরী (পশ্চিম) পথ দুর্ঘটনায় সব শেষ। বাইকে চেপে অডিশন দিতেই যাচ্ছিলেন তিনি। পুলিশের কথা অনুযায়ী, দুপুর তিনটে বেজে ১৫ মিনিটে হিল পার্কের সামনে ঘটে মারাত্মক দুর্ঘটনা।

Advertisment

মুহূর্তে সব স্বপ্ন শেষ। মোটর সাইকেলে ছিলেন ওই প্রয়াত তরুণ অভিনেতা। ট্রাকের সঙ্গে বাইকের ধাক্কায় প্রাণ হারান আমন। ট্রাকটিকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। আমনকে trauma হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়। 

Advertisment

আমনের মৃত্যুতে শোকস্তব্ধ সহ অভিনেতা হৃত্বিক ইয়াদভ। হিন্দুস্থান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, 'যে অডিশনের জন্য আমন যাচ্ছিল তার কাস্টিং ডিরেক্টর আমাকে খুব ভাল চেনেন। আমন যখন নির্দিষ্ট সময়ে ওখানে পৌঁছায়নি তখন ওঁরা ওকে ফোন করেন। তখন এক ব্যক্তি ফোন রিসিভ করে দুর্ঘটনার খবর দেন। সঙ্গে সঙ্গে কাস্টিং ডিরেক্টর আমাকে ফোন করে ঘটনার সত্যতা জানতে চান। যখন আমি আমনের ফোনে ফোন করলাম তখন আমাকেও সেই ব্যক্তি একই কথা বলেন। আমি সঙ্গে সঙ্গে হাসপাতালে ছুটে যাই।'

আমনের মৃত্যু এখনও মেনে নিতে পারছেন না। শ্যুটিং সেটে একসঙ্গে কাটানো অনেক সুন্দর মুহূর্তের স্মৃতি রয়েছে। Dhartiputra Nandini শোয়ের জন্য সকলের কাছে চেনা মুখ ছিলেন আমন। তাঁর মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ার শেষ পোস্ট দেখে মন খারাপ ভক্তদের।

৩১ ডিসেম্বর ইনস্টাগ্রামে শেষ পোস্ট শেয়ার করেছিলেন আমন। একটি ভিডিও-র মাধ্যমে নতুন বছরে নতুন স্বপ্নের কথা বলেছিলেন। সেই স্বপ্নপূরণ অধরাই রয়ে গেল। বছরের শুরুতেই দুনিয়া ছেড়ে চলে গেলেন আমন জয়সওয়াল। 

TV Actor Hindi Television Hindi language
Advertisment