Aman Verma Divorce: ভাঙছে সংসার, 'ভয়ের কী আছে..', বদনামের মুখে কার দ্বারস্থ হলেন আমান ভার্মার স্ত্রী বন্দনা?

Aman Verma Divorce news: সংবাদমাধ্যম সূত্রে খবর আমান নাকি, এই নিয়ে কোনও মুখ খোলেননি। কিন্তু, ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে প্রায় অনেকদিন ধরেই দাম্পত্য কলহ বাড়ছে, সেই কারণেই আর চেষ্টা না করে এবার তাঁরা আইনি বিচ্ছেদের পথে হেঁটেছেন।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
Bollywood Couple,Bollywood Celeb Home,Entertainment News Today,Bollywood Couples,Bollywood Actor,Divorce,bollywood actress,entertainment,bollywood,Entertainment News,Divorce Case, aman verma actor, aman verma divorce, actors divorce, celebrity divorce, 2025 divorce stories

aman verma divorce: ভাঙনের মুখে সংসার, কই গেলেন তাঁর স্ত্রী? Photograph: (Instagram)

সদ্যই ডিভোর্সের গল্প সামনে এসেছে। আমান ভার্মা এবং তাঁর স্ত্রী বন্দনা লালবনী, দুজনেই প্রায় ৯ বছর সংসার করছেন। কিন্তু, শেষ কিছুদিন ধরেই নাকি তাঁদের দাম্পত্যে গন্ডগোল বেড়েই চলেছে। তাই তো এবার, তাঁরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

Advertisment

সংবাদমাধ্যম সূত্রে খবর আমান নাকি, এই নিয়ে কোনও মুখ খোলেননি। কিন্তু, ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে প্রায় অনেকদিন ধরেই দাম্পত্য কলহ বাড়ছে, সেই কারণেই আর চেষ্টা না করে এবার তাঁরা আইনি বিচ্ছেদের পথে হেঁটেছেন। কিন্তু, ডিভোর্সের খবর যখন প্রকাশ্যে তখন বন্দনা কোথায় গেলেন? সংবাদ মাধ্যমে যখন, তাঁদের ডিভোর্সের খবর ঘুরছে, ঠিক তখন বন্দনা এমন একজনের দ্বারস্থ হলেন, যিনি কাউকে ফেরান না।

সমাজ মাধ্যমে শেয়ার করলেন একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে হাসিমুখে, তিনি একজনের সামনে গিয়ে হাতজোড় করে দাঁড়ালেন। এবং সেই ভিডিওতে বলতে শোনা গেল, কাউকে ভয় কেন পাও না? কে তোমার সঙ্গে দাঁড়িয়ে আছে? তারপরই তিনি হেঁটে চলে গেলেন তাঁর সামনে। আর যার সামনে গেলেন সত্যিই তিনি সঙ্গে থাকলে আর কোনও ভয় কাজ করে না। একদিকে, যখন জীবনের এত বড় একটা অধ্যায় শেষ হতে চলেছে, তখন বন্দনার হাসি থামছে না।

গতকাল মহা শিবরাত্রি উপলক্ষে, তারকারা অনেকেই গিয়েছিলেন শিবের পুজো করতে। সারাদিন, উপোস করে নিষ্ঠাভরে সকলে মহাদেবের পুজো দিয়েছেন। শিবই সত্যি, শিবই শক্তি, আর শিবই সুন্দর - তাই মহাদেব যে সত্য আর শক্তির প্রতীক একথা অনেকেই জানেন। সুতরাং, বন্দনা তাঁর কাছেই গেলেন। অভিনেত্রীকে দেখা গেল মহাদেবের কাছে পৌঁছে যেতে। তিনি সমাজ মাধ্যমে ভিডিও শেয়ার করে লিখছেন ..

Advertisment

"ভয়ের কী আছে? যখন সবথেকে শক্তিশালী ফোর্স আপনার সঙ্গে দাঁড়িয়ে আছে। আড়াল থেকে আপনাকে রক্ষা করছে? মহাদেব যখন সঙ্গে আছে, কোনও বাঁধা, কোনও বিপত্তি কোনো ভয় বড় নয়। হর হর মহাদেব।"

bollywood Divorce Divorce Case Bollywood Actor