/indian-express-bangla/media/member_avatars/2024-09-09t054139041z-fb.jpg )
/indian-express-bangla/media/media_files/2025/02/06/dNo4nBkpkWcATFbWrhqn.jpg)
amar boss- rakhi gulzar: আসতে চলেছে উইন্দোজের নতুন গল্প... Photograph: (Instagram)
বছরে বেশ কয়েকটা বড় রিলিজ থাকলেও অন্তত শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় কিন্তু মে মাসে প্রতিবছর বিরাট চমক দিয়ে থাকেন। প্রী পুজো তাঁরা যেভাবে দর্শকদের প্রতিবছর নতুন ধরনের সিনেমা উপহার দিয়ে থাকেন সেকথা, অনেকেই জানেন। গতবছর দাবাড়ু এসেছিল মে মাসে।
এবছর আগে থেকেই ঘোষণা করা হয়েছিল যে আমার বস যেই ছবিটি উইন্ডোজের পরবর্তী রিলিজ সেটি আসতে চলেছে মে মাসে। এই ছবি একেবারেই যে নারীকেন্দ্রিক, এবং নায়িকাদের ভূমিকায় রয়েছেন অনেকেই, তাঁর সঙ্গে এতবছর পর রাখি গুলজার থাকবেন। ফলে, দেখা যাচ্ছে মে মাসের চূড়ান্ত গরমে কিন্তু ভাল কিছু আশা করতে পারেন দর্শক। শুধু তাই নয়, এই ছবি ভিন্ন মেয়েদের গল্প বলবে। যেমন?
পেশায় সকলে এক না, সকলের বাস্তবের জীবন এক না। সৌরসেনি মৈত্র, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, শ্রুতি দাস, আরও অনেকেই রয়েছেন এই ছবিতে। সঙ্গে অবশ্যই শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে আবারও পেতে চলেছেন দর্শক। এখানেই শেষ না। ২২ বছর আগে রাখি গুলজারকে দেখা গিয়েবিল ঋতুপর্ণ ঘোষের সঙ্গে শুভ মহরত ছবিতে শেষ কাজ করতে। তাই, অন্যরকম কিছু আশা করছেন অনেকেই।
মে মাস এমনিও তাঁদের কাছে সিনেমা উদযাপনের মাস। প্রাক্তন থেকে বেলাশুরু, বেলাশেষে এমনকি, পোস্ত, হামি কোন ছবি বাদ দেবেন বাঙালি, বারবার নানা ধাঁচের ছবি দেখা গিয়েছে। আর এবারও, আমার বস রিলিজ করছে ১৬ তারিখ। হিসেবে করলে দেখা যাচ্ছে হাতে গুণে আর ১০০ দিন বাকি। এর আগেও বহুরূপী বক্স অফিসে অন্যতম সফল বাংলা ছবি। এহেন ব্যাংক ডাকাতির গল্প বাঙালি আগে দেখেনি। আর এবারও যে অন্যরকম কিছু হতে চলেছে সেটাই স্বাভাবিক।
উল্লেখ্য, পুজো রিলিজের মধ্যে এবারও বহুরূপী সবথেকে বেশি মানুষ দেখেছেন। তাঁর আগে দাবাড়ু সূর্যশেখর গাঙ্গুলিকে নিয়ে তৈরি হয়েছিল, সেটিও বেশ বহুদিন হলে মানুষ দেখেছিলেন। এবার, আমার বস কী করে সেটাই দেখার।