Amar Boss: 'এমন প্যাথেটিক পরিস্থিতি..', রাখী শিবপ্রসাদের কান মুলে দিতেই টলিপাড়ার বুকে হইচই...

Amar Boss Movie: বহুদিন পর অভিনেত্রী রাখি গুলজার ফিরছেন বাংলা সিনেমায়। ঋতুপর্ণ ঘোষের শুভ মুহুরৎ সিনেমার পর তিনি ফিরছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ছবি আমার বসে।

Amar Boss Movie: বহুদিন পর অভিনেত্রী রাখি গুলজার ফিরছেন বাংলা সিনেমায়। ঋতুপর্ণ ঘোষের শুভ মুহুরৎ সিনেমার পর তিনি ফিরছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ছবি আমার বসে।

author-image
Anurupa Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
shibu- nandita- amar boss

Amar Boss: কানমোলা খেলেন বস, তারপর? Photograph: (Instagram)

Amar Boss Movie: যে যত বড়ই যাই হয়ে যাক না কেন, মায়ের কাছে সবকিছুই খুব কাঁচা। শুধু তাই নয়, বয়স বাড়লেও মায়ের কাছে কানমোলা খাওয়ার কিন্তু শেষ নেই। মা বড় বয়সে কান ধরলেও আজও যেন ভয় কাজ করে। যে যত বড় বস হোক না কেন, আসল বস কিন্তু সকলের কাছে তাঁর মা নিজেই। সেরকমই একটি ঘটনা ঘটেছে টলিপাড়ার বুকে।

Advertisment

বহুদিন পর অভিনেত্রী রাখি গুলজার ফিরছেন বাংলা সিনেমায়। ঋতুপর্ণ ঘোষের শুভ মুহুরৎ সিনেমার পর তিনি ফিরছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ছবি আমার বসে। এখানে তিনি শিবপ্রসাদের মায়ের ভূমিকায় অভিনয় করছেন। এবং আজ বেলা গড়াতেই দেখা গেল শিবুর কান মূলে দিচ্ছেন তিনি। সেই ছবি ভাইরাল হয়েছে ঝড়ের গতিতে। বসের কান টেনে শায়েস্তা করছেন তাঁর বস, আর মায়ের সামনে মুখ কাচুমাচু করে দাঁড়িয়ে আছেন শিবু।

এই ছবি আসলে আমার বসের পোস্টার হিসেবেই বাইরে এসেছে। আর তারপরই দলের অন্যান্য সদস্যরা এই নিয়ে হাসি মজা করতে ব্যস্ত। বসকে চেপে দিলেন তাঁর মা। আর সেই দেখেই বেশিরভাগ এমন বলছেন, বসের ওপরেও বস আছে তাহলে। তারকাদের অনেকেই রয়েছেন সেই তালিকায়, যারা এহেন মন্তব্য করেছেন। স্বাভাবিক! শিবু মুখুজ্জে এই টলিপাড়ার অন্যতম সিনিয়র সঙ্গীত পরিচালক। তাঁকে কান মূলে দেওয়া নেহাতই সহজ ঘটনা নয়।

Advertisment

আর আমার বস ছবির সঙ্গে জড়িয়ে আছেন অনেকেই। তাঁর মধ্যে শ্রুতি দাস, থেকে শুরু করে শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং সৌরসেনি মৈত্র অনেকেই। আর এই পোস্ট ভাইরাল হওয়ার পরেই বেশিরভাগ তারকা যা মন্তব্য করলেন তাতে এটুকু পরিষ্কার, যে সকলে বেশ মজা নিয়েছেন এই ঘটনায়। তাঁরা একেকজন একেকটা মন্তব্য করে বসে আছেন।

শ্রুতি দাস বলছেন, "জিও! বসের ওপর বসগিরি।" আবার, অন্যদিকে কাঞ্চন মল্লিক বলছেন, "আমার খুব খারাপ লাগছে নিজের বসকে এরকম প্যাথেটিক পরিস্থিতিতে দেখে।" আরেক অভিনেত্রী বলছেন, "এই যে প্রমাণিত যে বসেরও বস থাকে।" উল্লেখ্য, এই ছবি আসতে চলেছে মে মাসে। প্রতিবছর, মে মাসে উইন্ডোজ দারুণ সব উপহার নিয়ে আসে। গতবছর, দাবাড়ু রিলিজ করেছিল মে মাসে, আর এবছর আমার বস।

Shiboprosad Mukherjee Rakhi bollywood bollywood actress tollywood tollywood news