সেই বিখ্যাত গান - আমরা অমর সঙ্গী... প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ওপর চিত্রায়ন আজও ভোলেনি বাঙালি। এই গান মানেই সকলের সামনে ভেসে ওঠে সাদা জমা, লাল সাদা স্কার্ফ এবং সাদা টুপি মাথায় বুম্বাদা। অমর সঙ্গী শুধু প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জীবনে হিট না, বরং একটা মাইলস্টোন।
Advertisment
এবার প্রসেনজিৎ এর অমর সঙ্গীর মুখ পাল্টাচ্ছে। সেই আইকনিক জুটি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং বিজয়েতা পন্ডিতের জায়গায় এবার নীল ভট্টাচার্য এবং শ্যামৌপ্তি মুরলি? দুজনেই টেলিভিশনের চেনা মুখ। তাহলে কি ফের একবার অমর সঙ্গীর রিমেক হতে চলেছে? কিছুদিন আগে প্রিয় বুম্বাদা নিজেই জানিয়েছিলেন এই বিষয়ে। এবং তাঁর প্রযোজনাতেই হতে চলেছে এই কাজ।
আসলে, সিনেমা না। বরং সিরিয়াল। নতুন শো নিয়ে আসছে জি বাংলা। যাতে এবার নীল ভট্টাচার্য একদম অন্যরকম ভূমিকায়। তাঁকে বরাবর দেখা গিয়েছে বড়লোক বাড়ির ছেলে হিসেবে কিন্তু এখানে সে একদম মধ্যবিত্ত পরিবারের একজন। নিজের প্রেমিকার কাছে মর্যাদা বজায় রাখতেই মিথ্যের আশ্রয় নেয় সে। বড় গাড়ি , দামী পোশাকের আড়ালে নিজের পরিচয় গোপন করে সে।
এই জুটিও কিন্তু প্রথম। নীল এর আগে অনেকের সঙ্গে জুটি বেঁধেছেন কিন্তু শ্যামৌপ্তির সঙ্গে প্রথমবার। ফলে, নতুন জুটি নিয়ে আলোচনা থেকেই যায়। সেই মিউজিক, সেই গান, প্রকাশ্যে আসতেই যেন হইচই। ভক্তরা বলছেন, এই সুর কানে এলে গুনগুন না করে উপায় আছে? আবার কেউ বলছেন, আশা করব নতুন কিছু গল্প উপহার পাব। আবার কেউ কেউ অন্য সিরিয়ালের মত এটাও হতে চলেছে এমনটাই বলেছেন।
উল্লেখ্য, বহুদিন টেলিভিশন থেকে দূরে ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কিন্তু কিছুমাস আগেই আলোর কোলে ধারাবাহিক দিয়ে ফিরেছিলেন। সেই ধারাবাহিক শেষ হতে না হতেই আবার নতুন কিছু। সিরিয়ালের পাশাপাশি সিনেমাতেও কিন্তু দারুণ যোগ্য সেটা বছরের পর বছর ধরে প্রমাণ করে দিচ্ছেন। অযোগ্য অসাধারণ সাফল্য পেল। অন্যদিকে, সামনেই পুজো রিলিজ নিয়ে আসছেন বুম্বা এবং অনির্বাণ।