/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/07/wed.jpg)
বহুমুল্য ঘড়ি উপহার দিলেন অনন্ত আম্বানি...
কী মনে হয়? আম্বানিদের বিয়ের অনুষ্ঠানে গিয়ে তারকারা এমনি এমনি নাচে? কিংবা বরযাত্রীতে সামিল হতে গেলে, যেমন উপহার হিসেবে খরচ করতে হয়, তেমনই মেলে দামী দামী সব উপহার! কেন?
আর সেই উপহার যদি, খোদ বর দেয়! তাহলে তো আনন্দের শেষ নেই। আহ্লাদে আটখানা গোটা গ্রুম স্কোয়াড। সেই উপহার পেলেন শাহরুখ খান থেকে রণবীর সিং, ভিকি কৌশল, এবং কাপুর পরিবারের অনেকেই। তাঁরা, সেইসব ঘড়ি পরেই বিয়েবাড়িতে এলেন। আবার সকলে একসঙ্গে হাত মিলিয়ে সেই ঘড়ি দেখালেন। সূত্র বলছে, এই ঘড়ির যা দাম, শুনলে চমকে যেতে হয়।
audemars piguet এর যে ঘড়ি উপহার দিয়েছেন অনন্ত। শাহরুখ থেকে রণবীর, সেই উপহার থেকে বাদ পড়লেন না কেউই। এই ঘড়ি কী দিয়ে তৈরি জানলে অবাক হতে হয়। সূত্র বলছে, এই বহুমূল্য ঘড়ি ১৮ ক্যারেট সোনা দিয়ে তৈরি। যাতে ডার্ক ব্লু সব ডায়ালস এবং স্যাফায়ার স্টোন যুক্ত করা রয়েছে। ঘড়িটির দাম জানেন?
এই ঘড়িটির দাম ভারতীয় মুদ্রায় প্রায়, ২ কোটি টাকা! যেখানে নিজের ছোট ছেলের বিয়েতে প্রায় ৫০০০ কোটি টাকা উড়িয়ে দিলেন আম্বানি, সেখানে আর কী এমন এর দাম! শোনা যাচ্ছে প্রায় ৩০ পিস মত ঘড়ি আম্বানিরা উপহার দিয়েছেন নিজের কাছের মানুষদের। তারকারা তো বেজায় উচ্ছসিত এই উপহার পেয়ে। নিজেদের টাইমলাইনে শেয়ার করেছেন তারা।
উল্লেখ্য, একদিকে যেমন জিওর রিচার্জের টাকা বাড়ছে। তেমনই আম্বানিদের অনুষ্ঠানের সময়সীমা বাড়ছে। সেই নিয়ে মানুষজনের রাগের শেষ নেই। কেউ কেউ তো কটাক্ষ করে এমনই বলছেন, মানুষের টাকায় এসব উৎসব যাপন করছেন তারা।