Salman-Ameesha Marrige: 'সলমনকে বিয়ে করলে...', আমিশার জন্য কেন পারফেক্ট ভাইজান? মুখ খুললেন অভিনেত্রী

Salman-Ameesha: সলমনকে বিয়ে করার পরামর্শ আমিশাকে। কারণ শুনে হতবাক কহো না প্যায়ার হ্যায় খ্যাত নায়িকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে অতীত নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।

Salman-Ameesha: সলমনকে বিয়ে করার পরামর্শ আমিশাকে। কারণ শুনে হতবাক কহো না প্যায়ার হ্যায় খ্যাত নায়িকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে অতীত নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
 আমিশার জন্য কেন পারফেক্ট ভাইজান?

আমিশার জন্য কেন পারফেক্ট ভাইজান?

Salman-Ameesha Marrige:বলিউড সেলেবদের বিয়ে নিয়ে ভক্তদের মধ্যে বরাবরই একটা উত্তেজনা থাকে। তাঁদের বিয়ের প্ল্যানিং থেকে ড্রেস, সাজসজ্জা হয়ে ওঠে পেজ ৩-এর চর্চিত টপিক। বিটাউনের দ্য মোস্ট ওয়ান্টেড এলিজেবল ব্যাচেলর সলমন খান কবে বিয়ে করবেন তা জানতে উদগ্রীব ভাইজানের ভক্তরা। কিন্তু, সলমন বিয়ের বিষয়ে তো একেবারে স্পিকটি নট।

Advertisment

এদিকে সলমনের নায়িকা আমিশা প্যাটেল জানিয়েছেন তাঁরই নাকি সলমনকে বিয়ে করে নেওয়া উচিত। শুনে চমকে গেলেন নিশ্চয়ই? সলমনকে বিয়ের ইচ্ছে আমিশার! এখানেই তো রয়েছে কাহানি মে ট্যুইস্ট। সম্প্রতি বলিউড বাবলকে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, 'এক ব্যক্তি Ask Amy Twitter chat-এ আমাকে বলেন, 'সলমন ব্যচালর। আপনিও দেখতে বেশ ভাল। আপনাদের বিয়ে করে নেওয়া উচিত। সুন্দর সন্তান হবে আপনাদের।'

Advertisment

আমিশার প্রতিক্রিয়া, 'এটা শুনে স্তম্ভিত হয়ে যাই। বিয়ে করার জন্য এটা তো দারুন যুক্তি। আমার মনে হয় দুজন সুন্দর মানুষকে সবাই দেখতে ভালবাসে। প্রথমে ওঁরা চাইতেন কহো না প্যায়র হ্যায়-র পর হৃত্বিক আর আমাকে একসঙ্গে দেখতে। কিন্তু, যখন ওঁর বিয়ে হয় তখন সেই আশা ভেঙে যায়।'

২০২৪-এ জুন মাসে ওই ব্যক্তি সলমন-আমিশাকে বিয়ে করার পরামর্শ দেন। তখন ৪৯ বছর বয়সী আমিশা বলেছিলেন, 'সলমন আর আমি দুজনেই অবিবাহিত। সেই জন্য আপনার মনে হচ্ছে আমাদের বিয়ে করে নেওয়া উচিত। আমাদের বিয়ের বিষয়ে আপনার ভাবনাটা ঠিক কীরকম? শুধুই বিয়ে না নতুন প্রজেক্ট?' গদর খ্যাত অভিনেত্রী মজা করে বলেছিলেন, 'তাঁরও বিয়ের ইচ্ছে রয়েছে। কিন্তু, সঠিক পাত্র পাচ্ছেন না।' 

প্রসঙ্গত সলমনের সঙ্গে ২০০২-এ  ইয়ে হ্যায় জলওয়া-তে স্ক্রিন শেয়ার করেছিলেন আমিশা। বক্স অফিসে ছবিটি সেভাবে সফল না হলেও সলমন-আমিশার জুটিকে ভালবেসেছিল দর্শক। আমিশাকে শেষ দেখা গিয়েছে সানি দেওলের সঙ্গে গদর ২-তে। চলতি বছরের শেষে মুক্তি পাবে আমিশার পরবর্তী ছবি 'রান ভোলা রান'। অন্যদিকে ২০২৫-এর ঈদে মুক্তি পাবে সলমানের 'সিকন্দর'। 

Bollywood Couple Bollywood Actor bollywood movie salman khan Bollywood News Ameesha Patel bollywood actress