Advertisment

Ameesha-Mamta Fight: 'আমার মেয়ের গায়ে হাত দিলে...', পার্টিতে আমিশার সঙ্গে তুমুল ঝগড়া, মমতাকে হুঁশিয়ারি অভিনেত্রীর মায়ের

Ameesha-Mamta: একটি ডিনার পার্টিতে আমিশা প্যাটেলের সঙ্গে তুমুল ঝগড়া হয় মমতা কুলকার্নির। সেই সময় মমতাকে সাবধান করেন আমিশার মা।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
vqwdq

পার্টিতে আমিশার সঙ্গে তুমুল ঝগড়া মমতার

Ameesha Patel-Mamta Kulkarni: নয়ের দশকের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ছিলেন মমতা কুলকার্নি। বলিউডের প্রথম সারির অভিনেতাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। কিন্তু, একটা সময় অভিনয় জগৎ থেকে নিজেকে পুরোপুরি গুটিয়ে নেন। মাদক মামলায় নাম জড়িয়েছিল মমতা কুলকার্নির। সেই সঙ্গে বেশ কিছু বিতর্কেও জড়িয়েছিলেন। বলিউডের 'আইকন' শ্রীদেবী, রেখাকে 'কসমেটিক বিউটি' বলে কটাক্ষ করেছেন। করণ অর্জুনের ফ্লোরে নাচের স্টেপে ভুল-ভ্রান্তি হওয়ার জন্য কটূ কথা শুনিয়েছেন।

Advertisment

সম্প্রতি এক সাক্ষাৎকারে বলি ডিভা আমিশা প্যাটেল মরিসাসে মমতার দুর্ব্যবহারের ঘটনা সামনে এনেছেন। কী ভাবে সেখানে 'ওয়েটার'-দের সঙ্গে খারাপ ব্যবহার করেছিলেন নয়ের দশকের নায়িকা মমতা। 'কহো না প্যায়ার হ্যায়'-তে অভিনয়ের পর রাতারাতি জনপ্রিয় হয়ে যান আমিশা। IBT Times-এর রিপোর্ট মোতাবেক, মরিসাসে এক কমন বন্ধুর পার্টিতে গিয়েছিলেন দুজনেই।

সেখানে মমতা রন্ধনশিল্পী ও ওয়েটারদের খাবারের গুনের (কোয়ালিটি) জন্য বকাবকি করেন। আমিশা তখন মমতাকে থামাতে গেলে তাঁর সঙ্গেও খারাপ ব্যবহার করেন। সেই সময় আমিশা একটি মাথার তেলের বিজ্ঞাপনের শ্যুটিংয়ের জন্য গিয়েছিলেন। কেরিয়ারের একদম গোড়ার দিকে। তাই পারিশ্রমিকও অনেকটাই কম। 

একই কাজের জন্য মমতার টাকার পরিমান অনেক বেশি। পরোক্ষভাবে আমিশাকে ছোট করার চেষ্টা করেন মমতা কুলকার্নি। এই ঘটনার বেশ কয়েক বছর পর Masala.com-এ অতীত নিয়ে মুখ খোলেন আমিশা। মরিসাসে যে ঘটনাটি ঘটেছিল তার সত্যতা স্বীকার করেন অভিনেত্রী। প্রথমে একটু দ্বিধাবোধ করলেও পরে গড়গড়িয়ে মমতার সেই কীর্তি বলে দেন আমিশা। মমতা কুলকার্নির সঙ্গে তাঁর ম্যানেজারও সেই ডিনার পার্টিতে রাঁধুনি ও ওয়েটারদের সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন। 

Advertisment

তাঁরা তাঁদের সাধ্য মতো ভারতীয় খাবার তৈরির চেষ্টা করেছিলেন। কিন্তু, সেটা মমতাদের পছন্দ হয়নি। যখন অভিনেত্রীর ম্যানেজার আমিশাকে মারার হুমকি দেন তখন সেখানে মধ্যস্থতা করেন তাঁর মা। মমতা ও তাঁর ম্যানেজারকে বলেছিলেন, 'যদি বিন্দুমাত্র সামাজাকিতা বোধ থাকত, ন্যূনতম শিক্ষিত হতেন তাহলে ভাল হত।'

রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, 'আমার মেয়ের গায়ে হাত দেওয়ার চেষ্টা খবরদার করবেন না।' প্রসঙ্গত, মহাকুম্ভে গিয়ে নিজের জীবন বদলে ফেলেছেন নয়ের দশকের অভিনেত্রী মমতা কুলকার্নিও। সমস্ত রীতি মেনে তিনি সন্ন্যাস গ্রহণ করেছেন। 

bollywood movie Bollywood News Ameesha Patel bollywood actress Mamta Kulkarni
Advertisment