লকডাইনের কিছুদিন আগেই মুম্বই থেকে কলকাতা ফিরেছে অমর্ত্য রায়। পুণে ফিল্ম ইনস্টিটিউটে পরলেও ‘ময়দান’-এর শেষ পর্বের শুটিংয়ের জন্য গিয়েছিলেন বাণিজ্য নগরীতে। বাড়িতে বসেই তৈরি করে ফেলেন নতুন সিঙ্গলস ‘আমি না তুমি’। তবে ভীষণ পরিকল্পনা করে গান তৈরি করেছেন অমর্ত্য এমনটা নয়।
Advertisment
অমর্ত্য বললেন, ''মানুষকে কোনও বার্তা দেবে এসব ভেবে তৈরি করিনি গানটা। আমি কোনও কিছুই এই উদ্দেশ্য নিয়ে তৈরি করি না। চারিদিকের নিস্তব্ধতা, প্রকৃতির বদলে যাওয়া মেজাজ তাঁকে দিয়ে গানটি লিখিয়েছে।'' গানের সুর, লেখা ও গাওয়া তাঁরই।
গানের ভিডিও শুট করেছেন চৈতী ঘোষাল। অ্যারেঞ্জ করেছেন বন্ধু স্বর্ণদীপ। তবে মিউজিক ভিডিওতে অমর্ত্য ছাড়াও রয়েছেন দেবলীনা দত্ত, সুদীপ্তা চক্রবর্তী, চৈতী ঘোষাল, ঋতুপর্ণা সেনগুপ্ত, দেবেশ চট্টোপাধ্যায়, ক্রিকেটার সৌরাশিস লাহিড়ি, তথাগত মুখোপাধ্যায়, চিকিৎসক কৌশিক মজুমদার, একজন নার্স ও পড়ুয়া।
তবে এখানেই শেষ নয়, এই গানটি মুক্তি পেয়েছে অমর্ত্য ও চৈতী ঘোষালের নতুন ইউটিউব চ্যানেল ‘চৈতি ও অমর্ত্য’-য়। অভিনেতা বললেন, ''মায়ের কাছে কবিতা ও রক্তকরবী নাটকের কোন দৃশ্য অভিনয় করে দেখাবার আবদার আসতে থাকে। তাই এই চ্যানেলের পরবর্তী প্রজেক্ট সেটাই হবে ঠিক করেছি।''
প্রসঙ্গত, অভিষেক সাহার ‘উড়নচণ্ডী’ ছবিতে ‘ছোটু’র চরিত্রে জনপ্রিয় হয়েছিলেন অমর্ত্য রায়। অভিনয় করেছেন ‘টোয়েন্টি টু ইয়ার্ডস’-এর মতো ছবিতে। সম্প্রতি কাজ করছেন অজয় দেবগণের ময়দান ছবিতে। বরাবরই গান নিয়ে চর্চা রয়েছে তাঁর, লকডাউনে আরও একবার নিজেকে প্রকাশ করলেন অমর্ত্য। আগামীদিনে নিজের একটি শর্টফিল্মও ইউটিউবে আপলোড করার ইচ্ছে রয়েছে তাঁর।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন