হিন্দিকে রাষ্ট্রভাষা করতে আগেই সোচ্চার ছিল বিজেপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছিলেন যে, দেশে এমন একটি সর্বজনীন ভাষার প্রয়োজন যা আন্তর্জাতিক স্তরে ভারতের পরিচিতির ছাপ রেখে যায়। নানা ভাষাভাষির দেশ কেন্দ্রীয় শাসক 'এক দেশ-এক ভাষা'র পক্ষে সওয়াল করেছে। শাহের মত, হিন্দি ভাষাই দেশকে একসূত্রে বাঁধতে পারে। পার্লামেন্টে দাঁড়িয়ে যার জোরাল প্রতিবাদ করেছে দক্ষিণী রাজ্যের রাজনৈতিক দলগুলো। শাহের মন্তব্যকে ঘিরে যখন উত্তাল রাজনৈতিক মহলের একাংশ, ঠিক তখনই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে টুইটে খোঁচা দিলেন এআর রহমান।
শুক্রবার রহমান টুইট করে পরোক্ষভাবে বুঝিয়ে দিলেন যে, মাতৃভাষা তামিল তাঁর কাছে কতটা প্রিয়। তামিল জাতীয়সঙ্গীতে উল্লেখ দক্ষিণী দেবী থামিজানাঙ্গুর ছবি শেয়ার করেছেন তিনি। যে গান রচনা করেছেন মানোনমানিয়াম সুন্দরম পিল্লাই এবং কম্পোজ করা এমএস বিশ্বনাথনের। সেই ছবির সঙ্গেই এপ্রজন্মের জনপ্রিয় তামিল কবি ভারতীদশনের লেখা বই 'তামিলিয়াক্কাম'-এর একটি লাইন উদ্ধৃত। যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়- "প্রিয় তামিল-ই আমাদের অস্তিত্বের শিকড়।"
উল্লেখ্য, অস্কারজয়ী সঙ্গীতশিল্পী কিন্তু এক্ষেত্রে কেন্দ্রীয় শাসকদলকে সোজাসুজি কটাক্ষ করেননি। একটা টুইটেই বুঝিয়ে দিয়েছেন, তাঁর মাতৃভাষা-ই তাঁর কাছে শ্রেষ্ঠ।
<আরও পড়ুন: পুঁজিবাদ, রাজনৈতিক স্বার্থের বিরুদ্ধে এক নারীর অদম্য লড়াইয়ের গল্প ‘মহানন্দা’>
প্রসঙ্গত, বৃহস্পতিবারই সংসদভবনে ফের একবার হিন্দির পক্ষে ব্যাটিং করেছিলেন অমিত শাহ। তাঁর পরামর্শ, "দেশের বিভিন্ন প্রদেশের ভিন্ন ভাষাভাষির মানুষের ইংরেজিতে নয়, উচিত হিন্দিতে কথা বলা।" সংসদীয় সরকারি ভাষা কমিটির ৩৭তম বৈঠকে তিনি বলেছেন যে, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিদ্ধান্ত নিয়েছেন, সরকার পরিচালনা হবে সরকারী ভাষাতেই, যা অবশ্যই হিন্দির গুরুত্ব বাড়িয়ে দেবে। এখন সময় এসেছে সরকারি ভাষাকে দেশের ঐক্যের একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত করার। যখন বিভিন্ন রাজ্যের ভিন্ন ভাষাভাষির নাগরিকরা একে অপরের সাথে যোগাযোগ করেন, তখন তা ভারতের ভাষাই হওয়া উচিত।"
কোনও আঞ্চলিক ভাষা নয়, ইংরেজির বিকল্প হিন্দি হওয়া উচিত বলে দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অন্যান্য আঞ্চলিক ভাষার শব্দ গ্রহণ করে হিন্দিকে আরও নমনীয় করে তোলার পরামর্শও দিয়েছেন তিনি। অমিত শাহের এমন মন্তব্যের পরই প্রতিবাদের ঝড় বয়ে গিয়েছে নেটদুনিয়ায়। এবার এর বিরুদ্ধে সুর মেলালেন রহমানও।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন