একাধারে কেন্দ্রীয় মন্ত্রী, আবার আসানসোলের সাংসদ, উপরন্তু একুশের বিধানসভা নির্বাচনীর (West Bengal Assembly Election 2021) লড়াইয়ে টিকিট পেয়েছেন বাবুল সুপ্রিয়। টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে যেখানে তৃণমূলের তুরুপের তাস অরূপ বিশ্বাস, সেখানে টলিউডকে বাগে আনতে বিজেপি বাজি ধরেছে তারকা মন্ত্রী-সাংসদ বাবুলকে। সংশ্লিষ্ট কেন্দ্রে শিয়রে ভোট থাকায় বর্তমানে তাঁর প্রচারও তুঙ্গে। দোল উৎসবের দিনই, অর্থাৎ রবিবারে টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রানীকুঠির বিজেপি কার্যালয়ে তাঁকে ঘিরে একেবারে সাজো সাজো রব। বসন্ত উৎসবে স্ত্রী, কন্যা-সহ যোগও দিয়েছিলেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। আর সেখানেই মেজাজ হারিয়ে বিতর্কে জড়ালেন সংশ্লিষ্ট কেন্দ্রের পদ্ম-প্রার্থী। দিগ্বিদিক জ্ঞান হারিয়ে সপাটে চড় কষালেন এক যুবকের গালে।
ঠিক কী হয়েছিল? রানীকুঠি বিজেপি (BJP) কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রবেশের আগে বাবুল যখন সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলছিলেন, ঠিক তখনই ভীড়ের মাঝে এক যুবক পদ্ম শিবিরের প্রার্থীকে উদ্দেশ্য করে বলে ওঠেন, "শুধু ছবি তুললে, আর এখানে বসে থাকলে হবে না! লড়তে হবে।" যুবকের কথা শুনেই ক্ষিপ্ত বাবুল তাঁকে বলেন, "তুমি চুপ করো না ভাই।" কিন্তু নাছোড় যুবক তারপরও থামেননি! বলেন, "আমি সত্যি বলছি।" ব্যস, অমনি কোনওরকম রেয়াত না করেই প্রকাশ্যে ওই যুবকের গালে কষিয়ে সপাটে চড় মারেন কেন্দ্রীয় মন্ত্রী তথা টালিগঞ্জের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। যুবকের রোদচশমাও পড়ে যায় তৎক্ষণাৎ মাটিতে।
টালিগঞ্জে প্রকাশ্যে এই ঘটনা ঘটায় বিতর্ক ছড়িয়ে পড়তে সময় নেয়নি। অতঃপর বিতর্ক বাঁধা! ভোটের মুখে প্রার্থীর এমন কাণ্ড-কারখানায় দলীয় কার্যালয়ে শোরগোল পড়ে যায়। এরপরই ড্যামেজ কন্ট্রোল-এ নামেন বাবুল। তবে তাতেও তাঁর দ্বিমত! কীরকম? প্রথমে বলেন, "ভিড়ের মধ্যে তৃণমূল ছেলে ঢুকিয়ে দিচ্ছে। আর তাছাড়া এখন তো ফোন ট্যাপিংও হচ্ছে।" এরপরই আবার তাঁর দ্বিতীয় যুক্তি- "আর দলে কিছু বিভীষণ, মীরজাফর ঢুকেছে। তাদের সবসময়ে চিহ্নিতও করা যাচ্ছে না।" তা তৃণমূলের চক্রান্ত নাকি দলীয় কোন্দলের জেরেই এমন অনভিপ্রেত অবস্থার মধ্যে পড়তে হয় তাঁকে, তা নিয়ে দ্বিধাগ্রস্ত বাবুল নিজেও।
এই ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই তাকে আবার হাতিয়ার বানিয়ে ফেলেন সংশ্লিষ্ট কেন্দ্রে প্রতিপক্ষ তৃণমূলের (TMC) হেভিওয়েট প্রার্থী অরূপ বিশ্বাস (Arup Biswas)। টুইটারে ওই ভিডিও পোস্ট করে পদ্ম শিবিরের তারকা প্রার্থীকে খোঁচা দিয়ে লেখেন, "শ্রী বাবুল সুপ্রিয়, এত রাগ কেন করেন? টালিগঞ্জের এক যুবককে এভাবে থাপ্পড় মেরে বাংলায় হিংসার রাজনীতি করা বিজেপি নেতাদের জানাই ধিক্কার! ছিঃ!" ওদিকে রাজ্য বিজেপি সভাপতি দিলীর ঘোষের আবার উদার বিচার। এমন ঘটনার প্রেক্ষিতে তাঁর সাফাই, "গরমে সবারই একটু মাথা গরম হয়ে যায়। আর তাছাড়া উনি তো বলেছেন, ঘটনাটা অনভিপ্রেত।"