/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/03/ankush-2.jpg)
অভিনেতারা এখন নেতা! একুশের বিধানসভা নির্বাচনে রাজনীতি এবং গ্ল্যামার ইন্ডাস্ট্রি মিলেমিশে একাকার। এককথায় ‘মাখো-মাখো’ সমীকরণ। ওদিকে পদ্ম কিংবা ঘাসফুল শিবিরের ‘স্টার-স্ট্র্যাটেজি’ও তুঙ্গে! তারকাদের দলবদল কিংবা রাজনীতিতে পদার্পণের খবরে এখন আর হতবাক হন না আম-আদমিরা। নিত্যদিনই ইন্ডাস্ট্রির তারকারা রাজনৈতিক রং গায়ে মাখছেন। ভোটের আগে দলীয় কাজে বেজায় ব্যস্তও তাঁরা। তাই এমন প্রেক্ষিতেই একাকীত্বে ভুগছেন অঙ্কুশ হাজরা (Ankush Hazra)। তাঁর মন্তব্য, "এত একা কোনও দিন লাগেনি! হোলি আসছে তখনই না হয় গায়ে রং লাগাবো..!" অঙ্কুশের এমন মন্তব্যোই শোরগোল পড়ে গিয়েছে নেটদুনিয়ায়। অতঃপর প্রশ্ন উঠেছে, "তাহলে তিনিও কি রাজনৈতির রং গায়ে মাখার কথা বলছেন?"
উল্লেখ্য, বুধবার বনি সেনগুপ্তর (Bonny Sengupta) বিজেপিতে (BJP) যোগদানের পরই অঙ্কুশ এমন টুইট করে বসেন। অঙ্কুশ অবশ্য এপ্রসঙ্গে অনেক আগেই সাফ জানিয়ে দিয়েছিলেন যে, এখনই রাজনীতির ময়দানে নামার কোনও ইচ্ছে নেই তাঁর। তাহলে হঠাৎ কেন 'গায়ে রং মাখা' নিয়ে এমন টুইট? আসলে বন্ধুদের মিস করছেন অভিনেতা। কাউকে ফোনে ধরলেই ব্যস্ততার কথা শোনান তাঁরা। এদিকে বহুদিন ধরেই বন্ধুদের সঙ্গে আড্ডা-পার্টি মিস করছেন তিনি। একুশের ভোট আসতে না আসতেই সবাই বেজায় ব্যস্ত হয়ে পড়েছেন। কিন্তু সহকর্মীদের রাজনৈতিক মতাদর্শ নিয়ে কোনও আপত্তি নেই অঙ্কুশের। তাঁর কথায়, "কে কোন দলে যাচ্ছে যাক, কিন্তু বন্ধুত্ব যেন অটুট থাকে।"
তাই এখন শুধু ভোট (West Bengal Assembly Election 2021) শেষ হওয়ার অপেক্ষা করছেন অভিনেতা। নির্বাচন শেষ হলেই বন্ধুরা ফ্রি হবেন, তারপরই আড্ডা জমবে বলে মত অভিনেতার।
Ato left out konodiin feel korini 🤣🤣 .. Holi asche tokhoni na hoy gaaye Rong lagabo .. 🙈🙈🙈 pic.twitter.com/6WNruUFvgB
— ANKUSH #Magic (@AnkushLoveUAll) March 10, 2021