কথাতেই আছে, যে রাঁধে, সে চুলও বাঁধে! ভোট প্রচারে বেরিয়েও সায়নী ঘোষ (Saayoni Ghosh) তা প্রমাণ করলেন। তৃণমূলের (TMC) তরফে প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই আসানসোলের (Asansol) ময়দানে নেমে পড়েছেন তিনি। কখনও আদিবাসী গ্রামে গিয়ে তাঁদের সঙ্গে বসে চপ-মুড়ি খাচ্ছেন, আবার কখনও বা জনসংযোগ বাড়াতে ক্রিকেট খেলছেন। নাওয়া-খাওয়া ভুলে এলাকার আট থেকে আশি সবার সঙ্গে হাসিমুখে কথা বলছেন। একবারে যেন ঘরের মেয়ের মতোই। এবার আসানসোলের 'দিদা স্পেশ্য়াল পুদিনার চাটনি'র রেসিপিও শিখলেন নির্বাচনী প্রচারের মাঝে।
মাথায় চড়া রোদ। নেই ছাতা। গ্ল্যামার জগতের বাইরে এ এক অন্য দুনিয়া। সদ্য রাজনীতির ময়দানে পা রেখেছেন। অভিষেক ঘটামাত্রই তৃণমূলের তরফে টিকিট পেয়েছেন বিধানসভা ভোটে (West Bengal Assembly Election 2021) প্রতিদ্বন্দিতা করার। তাই প্রথমবারের ভোটপ্রার্থী ‘শিক্ষাণবীশ’ হিসেবে নির্বাচনী প্রচারের অ-আ-ক-খ শেখার পাশাপাশি আদা-জল খেয়ে ময়দানে নেমেছেন ‘দিদি’র একনিষ্ঠ সৈনিকের মতো। ভোটপ্রার্থনার পাশাপাশি তাই জনসংযোগের দিকটাও গুরুত্ব দিচ্ছেন সায়নী ঘোষ।
'বাংলা নিজের মেয়েকেই চায়' স্লোগান যেন তাঁর জপমন্ত্র হয়ে উঠেছে এখন। বয়ঃজেষ্ঠ্যদের আর্শীবাদ নিতেও ভুলছেন না। কখনও সায়নীর কপালে আদর করে কোনও বৃদ্ধাকে দেখা যাচ্ছে চুমু এঁকে দিতে, আবার কখনও বা নাতনি-সম অভিনেত্রীকে কেউ কাছে পেয়ে জড়িয়ে ধরছেন। কেউ বা আবার তাঁর জন্য স্পেশ্যাল চাটনিও বানাতে ভুলছেন না। সেই 'দিদা স্পেশ্য়াল পুদিনার চাটনি'র রেসিপিই তৃণমূলের তারকা প্রার্থী ভিডিও করে শেয়ার করেছেন নিজের টুইটারে। আসানসোল বাসিন্দাদের মন জয়ের রেসিপিটাও যে তৃণমূলের তারকা প্রার্থী বেশ আয়ত্ত করে নিয়েছেন, তা ভালই বোঝা যাচ্ছে।
ভিডিওয় দেখা যাচ্ছে, এক বৃদ্ধা বাড়ির সামনে বসে চাটনি বানাচ্ছেন। ভোটপ্রচার করতে করতে সায়নী সেখানে পৌঁছন। একেবারে নাতনির মতোই আবদার রেখে পাশে বসে পড়েন। জিজ্ঞেস করেন, কী চাটনি তৈরি হচ্ছে, শুধু তাই নয়, সেই স্পেশ্যাল চাটনি বানাতে কী উপকরণ দরকার, সেটাও জেনে নেন। সেই রেসিপিই অনুরাগীদের জন্য শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। পরে অবসরে নিজেও বানিয়ে চেখে দেখার ইচ্ছেপ্রকাশ করতে শোনা গেল সায়নী ঘোষকে।
দেখুন সেই 'দিদা স্পেশ্য়াল পুদিনার চাটনি'র রেসিপি-