scorecardresearch

পর্দায় ঝড় তুলেছে কোচ ‘পাঠান’, এদিকে ‘চাক দে’ টিমের মেয়েরা পরপর বিয়ের পিঁড়িতে

কবীর শাহরুখ খানের টিম মেম্বাররা একের পর এক বিয়ে করছেন।

Shah Rukh Khan, Pathaan, Chak De India, Tanya Abrol, Chitrashi rawat, শাহরুখ খান, পাঠান, চক দে ইন্ডিয়া, তানিয়া আবরোল, চিত্রাশ্রী রাওয়াত, বলিউডের খবর
বিয়ে করলেন 'চাক দে' গার্ল তানিয়া অবরোল ও চিত্রাশ্রী রাওয়াত

২০০৭ সাল। ইন্ডিয়ান মহিলা হকি টিম নিয়ে পর্দায় ঝড় তুলেছিল ক্যাপ্টেন কবীর খান। টিকে থাকার লড়াই, পুরুষতান্ত্রিক সমাজে মহিলাদের জেদ আর অদম্য সাহসে এগিয়ে যাওয়ার কাহিনী দেখিয়েছিল শাহরুখ খানের ‘চাক দে ইন্ডিয়া’। টিমের কোচ ‘কবীর খান’ যখন ‘পাঠান’-এর সুবাদে পর্দায় ঝড় তুলেছেন, তখন পর্দার হকি দলের মেয়েরা একের পর এক ছাদনাতলায়।

দিন কয়েক আগেই বিয়ে করেছেন ‘চাক দে ইন্ডিয়া’ টিমের ‘কোমল চৌটালা’ চিত্রাশী রাওয়াত। যার বিয়েতে হাজির হয়েছিল সিনেমার সব অভিনেত্রীরা। এবার দিন দুয়েক পেরতে না পেরতেই সাত পাকে বাঁধা পড়লেন টিমের আরেক মেম্বার। কবীর খানের টিমের যে সদস্যের সঙ্গে কোমলের সবথেকে বেশি মান-অভিমান, ঝগড়া ছিল, সেই বলবীর কৌর ওরফে তানিয়া অবরোল বিয়ে করলেন বৃহস্পতিবার।

ঝলমলে পোশাকে আরও একবার ‘চাক দে ইন্ডিয়া’ টিমের পুর্নমিলন হল। তবে কোচ কবীর খান মিসিং! তানিয়ার বিয়েতে দেখা গেল, রুবিনা দিলায়েক, সীমা আজমি, শিল্পা শুক্লা, বিদ্যা মালাবাড়ে, চিত্রাশ্রী, আর্য মেনন, সুভি মেহতা.. সকলকে।

[আরও পড়ুন: ‘পকেটে ১৫০০ টাকা ছিল! ফ্লপের ভয় পাই না, ব্যর্থ হলে..’, ‘ইস্পাত-কঠিন’ আত্মবিশ্বাস শাহরুখের]

প্রসঙ্গত, কোচ কবীর খান এখন ব্যস্ত ‘পাঠান’-এর সাফল্য নিয়ে। ইতিমধ্যেই বক্সঅফিসে ৮৫০ কোটির ওপর ব্যবসা করে ফেলেছে শাহরুখ খানের ছবি। আর তার মাঝেই চিত্রাশ্রী, তানিয়ারা একের পর এক ছাদনাতলায় মনের মানুষের সঙ্গে।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Amid shah rukh khans pathaan success chak de girl tanya abrol chitrashi got married