চারিদিকে মৃত্যু মিছিল। অক্সিজেনের হাহাকার। হাসপাতালে পর্যাপ্ত শয্যা নেই। শ্বাস নিতে চাওয়ার আর্তি। প্লাস্টিকে মোড়া লাশের ভীড় দেখে কাঁদছে মানবজাতি। এরমাঝেও কোভিড চিকিৎসা নিয়ে কালোবাজারি ফেঁদে বসেছে একদল অসাধু মানুষ। করোনার (Covid-19) ওষুধপাতি নিয়ে জালিয়াতি করছে। আমজনতা যেখানে চরম সঙ্কটের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে, সেই সর্বনাশ তাদের কাছে পৌষ মাস-সম। কোভিড নিয়ে সেই অসাধু কারবারীদের বিরুদ্ধেই এবার মুখ খুললেন স্বস্তিকা মুখ্যোপাধ্যায় (Swastika Mukherjee)। জনস্বার্থে সতর্ক করে দিলেন সবাইকে।
প্রসঙ্গত, অতিমারীর এই আপতকালীন পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন বিনোদুনিয়ার তারকারা। কোথায় অক্সিজেন পাওয়া যাচ্ছে, কোন হাসপাতালে বেড মিলছে, চিকিৎসা পরিষেবার এমন যাবতীয় তথ্য সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে মুহূর্তে আপডেট করছেন দেব, সৃজিত মুখোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায় থেকে শুরু করে শ্রীলেখা মিত্র, পরমব্রত চট্টোপাধ্যায়, বিরসা দাশগুপ্তরা। শহর তিলোত্তমার প্রাণ ফেরাতে একপ্রকার ঝাঁপিয়ে পড়েছেন বিনোদন জগতের ব্যক্তিত্বরা। শুধু তাই নয়, কলকাতায় বসেও দিল্লি, মুম্বইয়ের কোথায় অক্সিজেন পাওয়া যাচ্ছে, কোন হাসপাতালে বেড রয়েছে, সেই তথ্যও জানা যাচ্ছে তাঁদের সোশ্যাল মিডিয়ায় উঁকি মারলে। তবে এই মারণ পরিস্থিতিকে হাতিয়ার করেই একদল অসাধু ব্যক্তি ব্যবসা করছে। সেই প্রেক্ষিতে অনুরাগীদের সতর্ক করে দিলেন স্বস্তিকা।
ঘটনা কলকাতার নয়। দিল্লির। দিল্লি পুলিশকে (Delhi Police) ট্যাগ করা দুটি স্ক্রিনশট শেয়ার করেছেন অভিনেত্রী। যার একটিতে ওষুধের ৬টি ডোজের বিনিময়ে ৩০ হাজার টাকা চাওয়া হয়েছিল। আরেকটিতে অক্সিজেন সিলিন্ডারের বদলে ১ লক্ষ ৭০ হাজার টাকা নগদের দাবি করা হয়েছিল। শুধু তাই নয় গ্রাহককে ভোর রাতে একা গিয়ে সেই টাকা দিতে বলা হয়েছিল। দুটি ঘটনার প্রেক্ষিতেই দিল্লি পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন জনৈক নেটজনতা। সেই স্ক্রিনশট স্বস্তিকার হাতেও এসেছে। আর সেটা শেয়ার করেই আমজনতাকে সতর্কবাণী দিলেন টলিউড অভিনেত্রী। ক্যাপশনে, 'ফ্রড অ্যালার্ট'ও জুড়ে দিয়েছেন স্বস্তিকা।