Advertisment

Caveman: নোংরা বস্তা জড়িয়ে রাস্তায় পাগলের মত ঘুরছেন, শেষে জীবনের চাপে গুহামানব হয়ে গেলেন অভিনেতা?

Caveman- bollywood: এর আগেও এই ব্যক্তি কলকাতায় এসে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন। এবং, তাঁকে সেখান থেকে দূরদূর করে তাড়িয়ে দেওয়া হয়েছিল। তিনিও ফিরে চলে এসেছিলেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
amir khan - caveman

Caveman: কে এই অভিনেতা যে পাগল হয়ে গেলেন? Photograph: (Instagram)

Bollywood-caveman: তারকারা যে কোনও সময় যা খুশি তাই কান্ড করতে পারেন। এমনকি, তাঁরা নিজেদের বেশভূষা পাল্টে ফেলে বহু জায়গায় ঘুরতে পারেন। কিংবা মানুষ যাতে তাঁদের না চিনতে পারেন, সেইজন্য নানা পন্থা অবলম্বন করতে পারেন। তবে, এইভাবে?

Advertisment

এর আগেও এই ব্যক্তি কলকাতায় এসে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন। এবং, তাঁকে সেখান থেকে দূরদূর করে তাড়িয়ে দেওয়া হয়েছিল। তিনিও ফিরে চলে এসেছিলেন। সৌরভের বাড়ির সামনে গিয়েই তিনি বলছিলেন যে দাদার সঙ্গে দেখা করতে চাই। এবং তাঁর এই উদ্দেশ্য যদিও বা সৌরভের বাড়ির গার্ডরা শেষ করে দেন। কিন্তু তাতে কী? এই ব্যক্তি থামার নয়।

তাঁকে আবার দেখা গেল, মুম্বাইয়ের রাস্তায় এবার তিনি ঘুরছেন। এবং যেভাবে ঘুরছেন কাক পক্ষীও টের পাবেন না যে তাঁদের সামনে দাঁড়িয়ে আছে, একজন এত বড় মাপের অভিনেতা। লম্বা লম্বা চুল, গায়ে ছেঁড়া ফাটা জামাকাপড়, বস্তা জড়িয়ে রেখেছেন তিনি। সাধারণ লোকের মাঝেই ঘুরে বেড়াচ্ছেন সেই ব্যক্তি। এমন একজনকে দেখে যেন কেউই নজর না ঘুরিয়ে পারলেন না। এহেন অদ্ভুত চেহারার মানুষকে দেখে কেউ কেউ আবার বেশ ভয় পর্যন্ত পেলেন।

Advertisment

দূর থেকে তাঁকে দেখলে মনে হবে আদিম যুগের গুহা মানব। শুধু তাই নয়, আচরণ সাধারণ মানুষের মতো না। অদ্ভুত হাঁটাচলায় নজর কাড়লেন তিনি। আসলে এই ব্যক্তি আর কেউ নন। তিনি আমির খান। হ্যাঁ, দেখলে একবারও চেনার উপায় নেই। কিন্তু, এই মানুষটি আসলে আমির খান নিজেই। প্রকাশ্যে এসেছিল তাঁর গুহামানব তৈরি হওয়ার পেছনের দৃশ্যও। লম্বা লম্বা চুল লাগিয়ে, মোটা করে ভুরু এঁকেই তিনি এই কান্ড করলেন। যদিও বেশিরভাগ প্রশ্ন করেছেন, যে এটি কি ছবির জন্য? কারণ তাঁকে চেনা যাচ্ছে না।

উল্লেখ্য, বেশ কিছুবছর আগে দেখা গিয়েছিল রোনাল্ড এরকম দাঁড়ি গোঁফ লাগিয়ে লোকসমাজে ফুটবল খেলতে বেরিয়ে পড়েছিলেন। তারপর আমির খান।

bollywood aamir khan Bollywood Actor
Advertisment