ইন্ডাস্ট্রিতে সাফল্য পেতে গেলে আসলেই কী লাগে? ভাল ছবির অফার, নাকি নিদারুণ অভিনয় দক্ষতা নাকি একজন গডফাদার। বলিপাড়ায় এমন নমুনা কম নেই যাদের পরপর অনেক ছবি হিট না করলেও শুধু চেনা-জানা সুত্রে তাঁরা কাজ পেয়ে চলেছেন। আরস এখানে আমিশা প্যাটেল!
করিনার জায়গায় কহো না প্যার হ্যায় ছবি দিয়েই উত্তরণ ঘটে তাঁর। প্রথম ছবিই সুপারহিট। তারপর একে একে অনেক কাজ করেছেন। সানি দেওলের সঙ্গে তিনি কাজ করেন গদর ছবিতে… তারপরই আরও জনপ্রিয়তা। কিন্তু, এই সাফল্য বেশিদিন টেকেনি। পরপর ছবি করতে থাকলেও সেগুলি লাভের মুখ দেখেনি। ভুল ভুলাইয়া ছবিতে পার্শ্ব-চরিত্রে অভিনয় করেছিলেন। তারপর, দীর্ঘদিন ইন্ডাস্ট্রি থেকে দূরে। কারণ কী? ছবি ফ্লপ নাকি অন্য কিছু?
গদর-২ লক্ষীলাভের পর এই প্রসঙ্গেই মুখ খুলেছেন সাকিনা অর্থাৎ আমিশা। বলিউড নিয়ে বিস্ফোরক তিনি। আগেও জানা গিয়েছিল অনেক বড় ছবিতে কাজ করার সুযোগ পেয়েও হাতছাড়া করেছিলেন তিনি। কিন্তু, তাঁর বক্তব্য একদম, অন্য। জানিয়েছেন…
আরও পড়ুন - বিরাট বড় ভুল, ‘প্রিয়াঙ্কাকে দিয়ে অসম্ভব..’, চেয়ার ফেলে উঠে মাথা চাপড়ালেন পরিচালক!
তাঁকে নাকি টার্গেট করা হয়েছিল। তাঁর সিনেমা বক্স অফিসে চলেনি বলে কেউ সাহায্যও করেনি। যেহেতু, ফিল্মি পরিবারের মেয়ে তিনি না, তাই তাঁর কোনও গড-ফাদার ছিল না। অভিনেত্রীর কথায়, এখানে যদি আমার একজন গড-ফাদার গোছের কেউ থাকতেন, তাহলে আমার ছবি ফ্লপ করলেও বড় প্রোজেক্টে ডাক পেতাম।
এখানেই শেষ নয়। তিনি সাফ জানালেন, হিট ছবিতে কাজ করাই তাঁর ভাগ্য। জীবনে ফ্লপ ছবি খুব কম দিয়েছেন। সেকারণে, এসব নিয়ে এখন আর ভাবেন না।