/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/06/Nusrat-4.jpg)
Nusrat Jahan, Nikhil Jain Marriage: সোশ্যাল মিডিয়ায় ফের নুসরত জাহান (Nusrat Jahan) এবং অমিত মালব্য (Amit Malviya) সংঘাত! এবার তৃণমূল সাংসদ-অভিনেত্রীর ব্যক্তিগত জীবন, বৈবাহিক সম্পর্ক নিয়ে কটাক্ষ করলেন বিজেপি আইটি সেলের মুখপাত্র। বুধবার এক বিবৃতি জারি করে নুসরত জানিয়েছিলেন, "নিখিল জৈনের সঙ্গে তাঁর আইনত কোনও বৈবাহিক সম্পর্কই নেই। তাঁরা এযাবৎকাল সহবাস করেছেন।" আর সেই প্রেক্ষিতেই অমিত মালব্য বিঁধলেন সাংসদ-নায়িকাকে। পার্লামেন্টে নুসরতের শপথবাক্য পাঠ করার সেই পুরনো ভিডিও শেয়ার করে মালব্যর মন্তব্য, "তাহলে কি নুসরত সেদিন সংসদভবনে দাঁড়িয়ে মিথ্যে কথা বলেছিলেন যে তিনি বিবাহিত?"
শপথ বাক্য পাঠের সময় নুসরত যেভাবে তাঁর পুরো নাম উচ্চারণ করেছিলেন স্বামীর পদবী-সহ, টুইটে অমিত মালব্য সেই বিষয়টিকেই হাতিয়ার করে তুলেছেন। তাঁর মন্তব্য, "তৃণমূল সাংসদ নুসরত জাহান রুহি জৈন ব্যক্তিগত জীবনে কাকে বিয়ে করেছেন, কার সঙ্গে সহবাস করেছেন, সেটা আলোচ্য বিষয় নয়। কিন্তু উনি তো একজন নির্বাচিত জনপ্রতিনিধি। তদুপরি পার্লামেন্টের রেকর্ডও বলছে যে তিনি নিখিল জৈনের সঙ্গে বিবাহিত। তাহলে কি তিনি সেদিন সংসদেও মিথ্যে কথা বলেছিলেন?" সপাট প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন বিজেপি আইটি সেলের মুখপাত্র মালব্য।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/06/Nusrat-LK.jpg)
প্রসঙ্গত, লোকসভার ওয়েবসাইটে লেখা তৃণমূল সাংসদ নুসরত জাহান বিবাহিত। সেখানেই স্বামীর নামের জায়গায় জ্বলজ্বল করছে নিখিল জৈনের নাম। কিন্তু এদিকে সাংসদ-নায়িকা বুধবার এক বিবৃতি জারি করে তাঁদের তুরস্কের বৈবাহিক অনুষ্ঠানের প্রসঙ্গ টেনে এনে জানান যে, “তুরস্কের বিবাহ আইন অনুযায়ী বিয়েটা অবৈধ। কারণ, হিন্দু-মুসলিম বিবাহের ক্ষেত্রে বিশেষ বৈবাহিক আইন অনুসারে রেজিস্ট্রেশনও হয়নি আমাদের।” কিন্তু এদিকে লোকসভার ওয়েবাসাইটের নথি তথ্যের সঙ্গে সাংসদের মুখের কথার কোনও মিল-ই নেই!
<আরও পড়ুন: BIG NEWS: লোকসভার ওয়েবসাইটে লেখা Nusrat ‘বিবাহিত’, নথির সঙ্গে মিলছে না সাংসদের মুখের কথা!>
অতঃপর, প্রশ্ন উঠছে যে, নুসরত জাহান যদি আইনত বিবাহিত না-ই হয়ে থাকেন, তাহলে লোকসভার ওয়েবসাইটে কেন বিবাহিত লেখা? উপরন্তু রাজনৈতিক মহলের অন্দরে এও প্রশ্ন তোলা হয়েছে যে, তুরস্ক থেকে বিয়ে করে ফিরে এসে নায়িকা যখন পার্লামেন্টে শপথ নিলেন, তখন তাঁকে হিন্দু রীতি অনুযায়ী নবপরিণীতা হিসেবে শাঁখা-পলা, সিঁদুর পরে দেখা গিয়েছিল এবং শপথবাক্য পাঠের সময় তিনি নিজের পুরো নাম ‘নুসরত জাহান রুহি জৈন’ বলে উল্লেখ করেছিলেন। তিনি যদি বিবাহিত না হয়ে থাকেন, তাহলে কি সেদিন মিথ্যে বলেছিলেন? কিংবা লোকসভার ওয়েবসাইটে ভুল লেখা? প্রশ্ন তুলে জোর শোরগোল শুরু হয়েছে রাজনৈতিকমহলের অন্দরে। সেই প্রেক্ষিতেই এবার নুসরতের শপথবাক্য পাঠের ভিডিও শেয়ার করে অমিত মালব্য বিঁধলেন প্রতিপক্ষ শিবিরের সাংসদ-নায়িকাকে।
TMC MP Nusrat Jahan Ruhi Jain’s personal life, who she is married to or who she is living in with, should not be anyone’s concern. But she is an elected representative and is on record in the Parliament that she is married to Nikhil Jain. Did she lie on the floor of the House? pic.twitter.com/RtJc6250rp
— Amit Malviya (@amitmalviya) June 10, 2021
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন