/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/05/abhishek-cry.jpg)
শোকের ছায়া বচ্চন পরিবারে
বাড়ি ফিরেই চরম দুঃখের খবর, নিজেকে সামলাতে না পেরেই কান্নায় ভেঙে পড়লেন অভিষেক বচ্চন ( Abhishek Bachchan )। অমিতাভের ( Amitabh Bachchan ) দুঃখ-ও যেন বাঁধ মানছে না। কাছের মানুষকে হারিয়ে দুর্দান্ত শোকে বাবা ও ছেলে।
সুট স্টাইলিস্ট আকবর সহপুরওয়ালার মৃত্যুতেই বাড়িতে শোকের ছায়া। অমিতাভ এবং অভিষেক দুজনের সঙ্গেই তার অনেকদিনের সম্পর্ক ছিল। প্রথম দিন থেকেই অমিতাভের সুট নিজের হাতে বানাতেন তিনি। এতবছরের সঙ্গ, তাই যেন মন এত খারাপ। অভিষেক লিখলেন, 'বাড়ি ফিরেই একটা খারাপ খবর শুনলাম। হিন্দি সিনেমার লেজেন্ড চলে গেছেন না ফেরার দেশে। আমি তাকে আক্কি আংকেল বলে চিনতাম। এমনকি আমার ছোটবেলার প্রথম সুট উনি নিজেই বানিয়েছেন'।
অভিষেকের সঙ্গেই শোকপ্রকাশ করলেন করণ জোহর, লিখলেন উনাকে কাছ থেকে চিনতাম।।শ্বেতা বচ্চন লিখলেন, অনেক স্মৃতি রয়েছে। ববি দেওল নিজেও শোকপ্রকাশ করলেন।
পুরনো মুহুর্তের স্মৃতি রোমন্থন করে অমিতাভ লিখলেন, "আক্কি ভাই, গাবানার আকবর - শেষ পঞ্চাশ বছর ধরে উনাকে চিনি। আজ উনি ঘুমের মধ্যেই শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। তার আত্মার শান্তি কামনা করি"।