/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/09/jaya.jpg)
অমিতাভ-জয়া
জয়া বচ্চন, যার সঙ্গে কিনা পাপারাজ্জিদের ভয়ঙ্কর সম্পর্ক! আজ অবধি খুব কম সময় হয়েছে যে তাঁকে হাসতে দেখেছেন সকলে। কেউ কেউ তো তাঁকে রাস্তা দিয়ে হাঁটতে দেখলেও জায়গা ছেড়ে দেন, আর সেই মানুষ কিনা...
অমিতাভ ঠিক যতটা সামাজিক, জয়া ঠিক তাঁর উল্টো। কথা কম বলেন, সহজে মজা নিতেও পারেন না। সবসময় জয়ার মুখ ভার। তিনি যে, কারওর সঙ্গে হেসে কথা বলবেন এও যেন ভাবতে পারেন না কেউই। কিন্তু, এবার তিনি হাসলেন। কার জন্য হাসলেন তিনি? এই অসাধ্য সাধন করলেন কে?
কোনও একটি শুটিং ফ্লোরে উপস্থিত জয়া এবং অমিতাভ। পরনে সাদা রঙের পোশাক, দুজনেই ফোন নিয়ে ব্যস্ত। তারই মাঝে, অমিতাভ ফোন ধরলেন। হঠাৎ করেই জয়ার মুখের সামনে নিয়ে গেলেন ফোন ক্যামেরা। ক্যামেরা দেখেই হেসে উঠলেন জয়া। স্লোমো তে সেই ভিডিও করলেন তিনি। যদিও, জয়াকে হাসতে দেখে রীতিমতো অবাক নেটিজেনরা। সকলের একটাই প্রশ্ন.. আপনি হাসতেও পারেন? নাকি অমিত জি বলেই?
আরও পড়ুন - বলিউডে ‘ফিফটি শেডসে’র রিমেক! আলিয়াকেই চাইছেন শাহরুখ?
উল্লেখ্য, দুজনে পাশাপাশি বসেও একে অপরের সঙ্গে কথা নেই। বরং ফোন ছাড়া একমুহূর্ত বসতে পারেন না। অমিতাভ লিখছেন, শুটিং সেটে ক্যামেরা তৈরি। লাইটস তৈরি, আর আমরা? পছন্দের পাস্টটাইমে ব্যস্ত।